ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে ঢোকা ভারতীয় চোরাকারবারীকে ঢাকা থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (০৫মে) বিকেলে বিজিবির জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (০৪ এপ্রিল) রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে একটি সিন্ডিকেটের সহযোগিতায় একজন ভারতীয় চোরাকারবারী গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে অনুপ্রবেশ করে। এই তথ্যের ভিত্তিতে বিজিবি অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এতে বলা হয়েছে, এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে বিজিবির একটি টহলদল ঢাকার মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে আটক করে। পরবর্তীতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটক ব্যক্তি ভারতের আগরতলার বটতলী গ্রামের মঙ্গল বর্মনের ছেলে সুজন বর্মন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মগবাজার থানা পুলিশের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।