শিরোনাম
◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৫৫ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামালপুরে প্রক্সি পরীক্ষার্থীর এক বছরের কারাদণ্ড 

খাদেমুল বাবুল, জামালপুর: [২] জামালপুরের বকশীগঞ্জে অনুষ্ঠেয় ডিগ্রি তৃতীয় বর্ষ (ফাইনাল) পরীক্ষায় এক প্রক্সি পরীক্ষার্থীকে ১ বছরের কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের জেল দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি)। 

[৩] বুধবার ( ২০ সেপ্টেম্বর) বিকালে সারা দেশের ন্যায় বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ কেন্দ্রে ডিগ্রি পরীক্ষার ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি আবশ্যিক বিষয়ে পরীক্ষা চলাকালে ওই প্রক্সি পরীক্ষার্থীকে এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদন্ড দেন বকশিগঞ্জের সহকারী কমিশনা (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী।

[৪] ওই প্রক্সি পরীক্ষার্থীর নাম পিযূষ কুমার  মালাকার (২৭)। সে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মুন্সিপাড়া গ্রামের নারায়ণ চন্দ্র মালাকারের ছেলে। জানা যায়, সে একই উপজেলার আবুয়ার পাড়া গ্রামের সোলায়মান কবির (২৫) নামের এক পরীক্ষার্থীর পরিবর্তে প্রক্সি পরীক্ষায় অংশ নিয়ে ছিলো। 

[৫] বকশীগঞ্জ থানার অফিসার  ইনচার্জ সোহেল রানার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বিকালে আদেশ হওয়ায় সময় স্বল্পতার জন্য দণ্ডপ্রাপ্তকে জেলে প্রেরণের প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তাই বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দন্ডপ্রাপ্তকে কারাগারে পাঠানো হবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়