শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম

প্রকাশিত : ২৮ মে, ২০২৩, ০৩:২৯ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৩, ০৩:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষণের শিকার প্রতিবন্ধী নারী জন্ম দিলেন সন্তান, অভিযুক্ত গ্রেপ্তার

গ্রেপ্তার দেলোয়ার হোসেন

জহিরুল ইসলাম, লক্ষ্মীপুর: জেলার রামগঞ্জে ধর্ষণের ঘটনার ৯ মাস পর এক বুদ্ধিপ্রতিবন্ধী নারী (২৫) সন্তান জন্ম দিয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে ভুক্তভোগী নারীর মা বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলা করেন।

গ্রেপ্তার সাগর উপজেলার চন্ডীপুর ইউনিয়নের পূর্ব মাছিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। শনিবার রাতে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ভুক্তভোগীর স্বজন ও পুলিশ জানায়, সাগর ও ভুক্তভোগী নারী সম্পর্কে চাচাতো ভাই-বোন। সাগর সৌদি আরব থাকাকালে প্রতিবন্ধী চাচাতো বোনের সঙ্গে মোবাইলফোনে কথা বলতেন। পরে দেশে আসার পর একাধিকবার সাগর তাকে ধর্ষণ করেন। তিন মাস পর পরিবারের সদস্যরা বুঝতে পারেন তাদের মেয়ে অন্তঃসত্ত্বা। পরে বিষয়টি অভিযুক্তের মাকে জানানো হয়। এতে সাগর তাকে বিয়ে করার আশ্বাস দেন। কিন্তু তিনি পরে অন্যত্র বিয়ে করেন।

আরো জানা যায়, গত বৃহস্পতিবার সকালে ওই নারীর প্রসব ব্যথা ওঠে। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেন ওই নারী। এ ঘটনায় ভুক্তভোগী নারীর মা বিচারের দাবিতে সাগরের বিরুদ্ধে থানায় মামলা করেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, মামলায় অভিযুক্ত সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে লক্ষ্মীপুর আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়