শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৭ ◈ ২৩৭ আসনে বিএনপির প্রার্থী কারা, দেখুন তালিকা ◈ ‘আপনি বেশি কথা বলেন, আদালত বিব্রত হয়’: আইনজীবী আমির হোসেনকে ট্রাইব্যুনাল ◈ সালাহউদ্দিন আহমদ যে আসনের প্রার্থী হয়েছেন  ◈ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে ১২ প্রতিষ্ঠানের আবেদন ◈ খালেদা জিয়া বগুড়া-৭ ও দিনাজপুর-৩ ও তারেক রহমান বগুড়া-৬ আসনে প্রার্থী ◈ ধর্মীয় আপত্তির মুখে প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিল করল সরকার ◈ বিদেশে প্রশিক্ষণে কোটি টাকা ব্যয়, মাঠপর্যায়ে ফল শূন্য ◈ নতুন পে স্কেলে গ্রেড কমানোর প্রস্তাব, সর্বনিম্ন বেতন কত হতে পারে? ◈ গেইল-থিসারা পেরেরাদের হোটেলে রেখে পালিয়ে গেছে আয়োজকরা, এই লিগে খেলার কথা ছিল সাকিব আল হাসানেরও

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৭:১৩ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৭:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাকার জন্য যুবককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

শাহাজাদা এমরান, কুমিল্লা: নগরীর টিক্কারচর এলাকায় টাকার জন্য যুবককে খুনের ঘটনায় জড়িত দুই আসামি সোহাগ মিয়া (৩১) ও মামুনকে (৪২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এছাড়াও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেলে কুমিল্লা জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ মে বুধবার রাতে কুমিল্লা নগরীর টিক্কারচর ব্রীজের দক্ষিণ পাশে আব্দুল কুদ্দুস (৩৫) নামে একজনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী রুমা আক্তার বাদী হয়ে সোহাগ ও মামুনের নামে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। পরে ২৫ মে রাতে কুমিল্লার দেবিদ্বার থানাধীন বারেরা নামক এলাকা থেকে হত্যাকাণ্ডের মূল আসামি সোহাগ মিয়া ও মামুনকে গ্রেপ্তার করা হয়।

পরে আসামি সোহাগের দেখানো স্থান টিক্কারচর ঈদগাহ মাঠের পাশে গোমতী নদীর পাড়ে ঝোঁপঝাঁড়ের ভিতর থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত কুদ্দুস দুইমাস পূর্বে আসামি সোহাগের নিকট থেকে ১০ হাজার টাকা ধার নেয়। আসামি সোহাগ মিয়া এবং মামুন পাওনা টাকা না পেয়ে ঘটনাস্থলে বাকবিতন্ডার একপর্যায়ে কুদ্দুসকে ছুরিকাঘাত করে হত্যা করে।

১নং আসামি সোহাগ মিয়ার বিরুদ্ধে পূর্বে মাদক, মারামারিসহ ৮টি মামলা এবং ২নং আসামি মামুনের বিরুদ্ধে পূর্বে হত্যা মামলাসহ ৩টি মামলা আদালতে বিচারাধীন বলে জানায় পুলিশ।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়