মোস্তাফিজ: রাজধানীর খিলগাঁও নবীন বাগ বাসা থেকে লামিয়া আক্তার অর্পিতা (২৩) নামে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৬ মার্চ) রাতে খিলগাঁও থানার নবীনবাগ এলাকায় এই ঘটনা ঘটে।
খিলগাঁও থানার উপপরিদর্শক এসআই মোসম্মৎ সোনিয়া পারভীন বলেন, রোববার দিবাগত রাত ২টা ২০ মিনিটে মৃতার বড় বোন মানসুরা আক্তার মাঈশা'র সনাক্ত মতে মরদেহ উদ্ধার করেন। আইনি প্রকৃয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠান হয়েছে।
তিনি জানান, গতকাল মৃতার বড় বোন ফোনে না পেয়ে রাতে বাসায় গিয়ে দরজা ভিতর থেকে বন্ধ পান। পরে দেখতে পান সে ফ্যানের সঙ্গে ওড়না দ্বারা ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে সংবাদ দেন।
মৃতার বোন মানসুরা বলেন, বছর খানিক আগে বিয়ে করে, তার স্বামীর নাম সাইফ। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। মৃত্যুর সংবাদ শুনে তিনি আসেনি। লামিয়া একটি কল সেন্টারে চাকরি করতেন। তার স্বামী প্রাইভেট ফার্মে চাকরি করেন। তবে কি কারনে এমনটি করেছে, সে বিষয়ে কিছুই জানতে পারেননি তিনি।
বরিশাল জেলার বাকের গঞ্জ উপজেলার মৃত আব্দুর রশিদ খান এর মেয়ে। বর্তমানে খিলগাঁও নবীনবাগ (২৪৮/১/বি) বাসায় থাকতেন। চার বোন দুই ভাই য়ের মধ্যে সে ছিল তৃতীয়।
এম/এইচএ