শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:২৫ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঁচ হাজার ইয়াবাসহ "পেট পার্টির" দুই সদস্য গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর: ফরিদপুরে "পেট পার্টির" দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের পেট থেকে প্রায় ৫ হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়। 

মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুরের কাপাসিয়ার ইব্রাহিম (৩৪) ও কক্সবাজারের উখিয়ায় সৈয়দ নুর (৩৬)। 

বুধবার দুপুরে ফরিদপুরের জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার সামনে থেকে পেট পার্টির ওই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুর অফিসে এনে টয়লেটে নিয়ে ইয়াবার ক্যাপসুল বের করা হয়। ৫০টি ইয়াবা বিশেষভাবে স্কচটেপ দিয়ে মুড়িয়ে একেকটি ক্যাপসুল তৈরী করে এই ক্যাপসুলগুলো জুসের সাথে গিলে খেয়ে কক্সবাজার থেকে ঢাকা হয়ে ভাঙ্গায় সাপ্লাই দেয়ার উদ্দেশ্যে এসেছিল এই দুই আসামি। 

তিনি আরো বলেন, এ পর্যন্ত ইব্রাহিমের পেটে থাকা মোট ৩৫০০ ও সৈয়দ নুরের পেটে থেকে ১৮৫০ পিস ইয়াবা বের করা সম্ভব হয়েছে। বাকি ইয়াবা পেট থেকে বের করার চেষ্টা চলছে। এছাড়া আসামিদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়