হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা): নেত্রকোনার পূর্বধলায় হোগলা ইউনিয়নের উকুয়াকান্দা নামক স্থানে ডিবি পুলিশের পরিচয়ে মাইক্রোবাস থামিয়ে টাকা ছিনিয়ে নেওয়া সময় চাঁদাবাজ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুর্বধলা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন পূর্বধলার সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যন সিদ্দিকুর রহমান বুলবুলের ছেলে মো. তুষার আহম্মদ (৩৫) ও উপজেলার দেওটুকুন এলাকার নজরুল তালুকদারের ছেলে বাপ্পা (৩৬)।
জানা যায়, গত শনিবার মাইক্রোবাসের চালক ও হেলপার জামালপুর জেলা থেকে ভাড়ায় যাত্রী নিয়ে নেত্রকোনার দুর্গাপুরে যান। যাত্রী নামিয়ে সেখান থেকে ফেরার পথে বিকেল সাড়ে ৪টার দিকে পূর্বধলার হোগলা ইউনিয়নের উকুয়াকান্দা সড়কে দুটি মোটরসাইকেল পথরোধ করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মাইক্রোবাসের চালক ও হেলপারকে নির্জন স্থানে নিয়ে দুজনের কাছ থেকে পাঁচ হাজার ১৫০ টাকা ছিনিয়ে নেয় ও ফোন করে বাড়ি থেকে আরো এক লাখ টাকা আনতে বলে।
কৌশলে গাড়ির চালক পুলিশকে জানালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তুষার আমম্মেদ ছাড়া বাকিরা পালিয়ে যায়। পরে তুষারের দেওয়া তথ্যে বাকিদের পরিচয় শনাক্ত করে পুলিশ বাপ্পাকেও আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে মাইক্রোবাসের হেলপার মো. আনোয়ার হোসেন বাদী হয়ে আটক দুজন ও পলাতক দুজনের নামে সংশ্লষ্ট থানায় মামলা করেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুষার আহম্মেদ ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার ও অন্যদের পরিচয় নিশ্চিত করেছে। ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের শেষে আটক দুজনকে রবিবার দুপুুরের নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: অনিক কর্মকার
প্রতিনিধি/এসএ