শাফায়েত নাজমুল, কিশোরগঞ্জ: [২] দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
[৩] বুধবার (২৯ নভেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক আবুল কালাম আজাদ মনোনয়নপত্র গ্রহণ করেন।
[৪] এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক এম.এ আফজল ও পৌর মেয়র পারভেজ মিয়াসহ কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলার বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/একে