এস,এম আকাশ, ফরিদপুর: জেলায় পুলিশের শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন এএসপি সুমন কর। তিনি বর্তমান ফরিদপুরের মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার। আইনশৃঙ্খলার বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সম্মাননা দেওয়া হয়।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের মাসিক অপরাধ সভায় এএসপি সুমন করকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
তাকে তার কাজের স্বীকৃতি স্বরূপ ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসারের সম্মাননা তুলে দেন ফরিদপুরের জনবান্ধব পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান।
জানা যায়,, মধুখালী সার্কেলের তিন থানা (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) এলাকায় হত্যা মামলার রহস্য উদঘাটন, মাদকদ্রব্য জব্দ, বেশ কিছু আলোচিত অপরাধের রহস্য উদঘাটন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আরও নানা কৃতিত্বের জন্য তাকে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করে সম্মাননা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ বিষয়ে মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কর জানান, পুরস্কার পাওয়া বড় কথা নয়, জনগণকে আমি কি সেবা দিতে পেরেছি সেটাই বড় কথা। মধুখালী সার্কেলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতার জন্য সবার কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। সম্পাদনা: ইস্রাফিল ফকির
প্রতিনিধি/জেএ/ইএফ