শিরোনাম
◈ নিষেধাজ্ঞা পাওয়ার ব্যক্তিদের নাম প্রকাশ করবে না যুক্তরাষ্ট্র: ডোনাল্ড লু ◈ ভিসা নিষেধাজ্ঞার তালিকাটা খুব বড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বৈশ্বিক সংকট কাটাতে অবিলম্বে ঐক্যবদ্ধ প্রয়াস দরকার: প্রধানমন্ত্রী ◈ ভিসা নিষেধজ্ঞা কার্যকর সরকারের ওপরে আন্তর্জাতিক মহলের অনাস্থার প্রতিফলন : শামা ওবায়েদ ◈ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদের ওপর আজ থেকে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ◈ ‘বেশি কিছু চাইনি, সরকারকে পদত্যাগ করে একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছি মাত্র’ ◈ মানবিক কারণে খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানোর দাবি মির্জা ফখরুলের ◈ রোহিঙ্গাদের জন্য আরো ১১ কোটি ৬০ লাখ  ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ◈ রাজধানীতে বৃষ্টিতে জমা পানিতে বিদ্যুতায়িত হয়ে চারজনের মৃত্যু ◈ আন্দোলন কর্মসূচি ৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে বিএনপি

প্রকাশিত : ০৩ জুন, ২০২৩, ০১:৪৯ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৩, ০১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালচারাল একাডেমিতে দু’দিনব্যাপী গারো সাংস্কৃতিক প্রতিযোগিতা

ধনেশ পত্রনবীশ দুর্গাপুর: ‘আমার সংস্কৃতি-আমার অহংকার’ এই প্রতিপাদ্যে নেত্রকোণা দুর্গাপুরে শুরু হয়েছে দু’দিনব্যাপী গারো  সম্প্রদায়ের শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণে সাংস্কৃতিক প্রতিযোগিতা । বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি এ প্রতিযোগিতার আয়োজন করে।

শুক্রবার (২ জুন) সকাল থেকে শুরু হয়েছে শনিবার সন্ধ্যায় প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ প্রতিযোগিতা সমাপ্ত হবে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত গারো সম্পদ্রায়ের শিক্ষার্থীরা নাচ ও গান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 

একাডেমি‘র পরিচালক গীতিকার সুজন হাজং এরসভাপতিত্বে সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন সুসং আদর্শ বিদ্যানিকেতনের সাবেক প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, একাডেমির সাবেক পরিচালক স্বপন হাজং, সাবেক পৌর মেয়র শ ম জয়নাল আবেদীন, থানা ওসি শিবিরুল ইসলাম, পৌর কাউন্সিল এস এম কামরুল হাসান জনি, লেখক ও গবেষক যাদু রিছিল, প্রতিরোধযোদ্ধা গিলবার্ট চিসিম, আদিবাসী গবেষক মনিন্দ্র নাথ মারাক, মতিলাল হাজং, সংগীতশিল্পী ও সংগীত পরিচালক ডোনাল্ড হাউ, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সভাপতি এফ এন আলম, মিডিয়া ব্যক্তিত্ব তুষার বাবু, কবি দুনিয়া মামুন প্রমুখ। এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন ভফরিদ জাম্বিল, সান্তনা রাংসা ও বিমনা রেমা।

একাডেমি’র পরিচালক গীতিকার সুজন হাজং বলেন, বর্তমান সরকার দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সকল জনগোষ্ঠীর সংস্কৃতি রক্ষায় কাজ করে যাচ্ছে। বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোণা জেলায় আদিবাসী সম্প্রদায়ের নানা জন-গোষ্ঠীর বসবাস। ওই জনগোষ্ঠীর সংস্কৃতি রক্ষায় বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় কাজ করে যাচ্ছে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কালচারাল একাডেমি। সরকারের এই কাজকে বাস্তবায়ন ও সফল করে তুলতে সকল সংস্কৃতি সেবীদের এগিয়ে আসার আহবান জানানো হয়।
 
প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়