শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ০১:৫১ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতির জনকের জন্মদিন পালন করেছে ইমজা

চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

সুবর্ণা হামিদ, সিলেট: সিলেটের ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় নগরীর ইমজা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। চিত্রাঙ্কন প্রতিযোগিতার উপকমিটির সদস্য সচিব প্রত্যুষ তালুকদারের উপস্থাপনায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইমজার সভপতি মাহবুবুর রহমান রিপন । শুভেচ্ছা বক্তব্য রাখেন চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপকমিটির আহ্বায়ক শাহ মুজিবুর রহমান জকন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের চারুশিল্পী সমন্বয় পরিষদের সদস্য সচিব চিত্রশিল্পী শামসুল বাসিত শেরো ও সিলেট আর্টস কলেজের উপাধ্যক্ষ ইসমাইল গনি হিমন। 

এছাড়া বক্তব্য রাখেন ইমজা'র প্রতিষ্ঠাতা সভাপতি  আল আজাদ,  সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির প্রমুখ

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলে আমরা এ দেশ পেয়েছি। তিনি বঙ্গবন্ধুর জীবন ও কর্মের চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এমন আয়োজনের প্রশংসা করেন। শিক্ষার্থীদের কারিগরী ও আইটি খাতে দক্ষ করে গড়ে তুলতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। 

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার বিচারক ও স্বেচ্ছাসেবকদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন ইমজার সাবেক সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, আশরাফুল কবির, সাবেক সাধারণ সম্পাদক সজল ছত্রী।

অতিথিরা বিভিন্ন গ্রুপে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়