রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের জন্য নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও সতন্ত্রসহ ১০জন প্রার্থী তাদের নিজ নিজ মনোনয়ন পত্র দাখিল করেছে। সোমবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত মো: সিরাজুল ইসলাম(বিএনএফ),মো: আব্দুস সাত্তার(বাংলাদেশ জামায়াতে ইসলামী)মাওলানা মো: মঞ্জুরুল ইসলাম আফেন্দী(জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ) জেবেল রহমান গানি(বাংলাদেশ ন্যাপ)মো: মখদুম আজম মাশরাফী (জাতীয় পার্টি,জেপি) মো: আব্দুল জলিল(ইসলামী আন্দোলন)মো: তসলিম উদ্দিন(জাতীয় পার্টি)মো: সাদ্দাম হোসেন (খেলাফতে মজলিস) রফিকুল ইসলাম(সতন্ত্র)মো: রফিকুল ইসলাম(বাংলাদেশ সমাজতান্ত্রিক দল,মার্কসবাদী) রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার বরাবর মনোনয়ন পত্র দাখিল করেন।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তন্বী ১০জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন।