শিরোনাম
◈ এবার কারাগার থেকে প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা ◈ রাজপথের সংগ্রাম থেকে ঘরোয়া স্নেহ—ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন ছিলেন ◈ খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে আলোচিত ১০টি ঘটনা ◈ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ◈ গণতান্ত্রিক সংগ্রামে অনন্য অনুপ্রেরণা ছিলেন খালেদা জিয়া—ড. কামাল ◈ খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার ◈ ছাত্রদলকর্মীকে ডেকে নিয়ে হত্যা ◈ শোকবইয়ে স্বাক্ষর কূটনীতিক ও রাজনৈতিক নেতাদের, সবার আগে চীনের রাষ্ট্রদূত ◈ খালেদা জিয়ার আমলের অর্থনৈতিক সংস্কার: যেসব কারণে স্মরণীয় হয়ে থাকবেন তিনি ◈ দিল্লিতে দাঁড়িয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর মুখের ওপর যে জবাব দিয়েছিলেন খালেদা জিয়া

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৬ বিকাল
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর সাগর উপকুলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী সাগর উপকুলে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বাঁশখালী সমুদ্র সৈকতের বাহারছড়া ইউনিয়নের হালিয়াপাড়া ও রত্নপুর এলাকার মধ্যবর্তী অংশ থেকে কাদামাখা অজ্ঞাত (৬০ বছর বয়সী) লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও থানা পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রত্নপুর সমুদ্র উপকূলে জোয়ারের পানিতে লাশটি ভেসে আসে। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে অবহিত করলে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয় বলে উপস্থিত বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) গৌর শাহ জানান।

জানা যায়, উদ্ধার হওয়া মৃতদেহটির শরীরে মুখে ও নাকে আঘাত দেখা গেলেও বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি বলে পুলিশ জানান। মৃত ব্যক্তির পরনে ছিল একটি লুঙ্গি,পাতা রঙের শার্ট ও কালো জ্যাকেট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হয়তো একজন জেলে অথবা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হতে পারেন। লাশটি সাগরে ভেসে এসে কুলে আটকে পড়ে।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) শুধাংশু শেথর হালদার বলেন,‘ সাগর উপকুল থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়