শিরোনাম
◈ এবার কারাগার থেকে প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা ◈ রাজপথের সংগ্রাম থেকে ঘরোয়া স্নেহ—ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন ছিলেন ◈ খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে আলোচিত ১০টি ঘটনা ◈ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ◈ গণতান্ত্রিক সংগ্রামে অনন্য অনুপ্রেরণা ছিলেন খালেদা জিয়া—ড. কামাল ◈ খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার ◈ ছাত্রদলকর্মীকে ডেকে নিয়ে হত্যা ◈ শোকবইয়ে স্বাক্ষর কূটনীতিক ও রাজনৈতিক নেতাদের, সবার আগে চীনের রাষ্ট্রদূত ◈ খালেদা জিয়ার আমলের অর্থনৈতিক সংস্কার: যেসব কারণে স্মরণীয় হয়ে থাকবেন তিনি ◈ দিল্লিতে দাঁড়িয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর মুখের ওপর যে জবাব দিয়েছিলেন খালেদা জিয়া

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৫ বিকাল
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা-৭ ( চান্দিনা) আসনে ৭ প্রার্থীর ৯টি মনোনয়নপত্র জমা

কাজী রাশেদ,চান্দিনা (কুমিল্লা): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে কুমিল্লা-৭ চান্দিনা আসনে ৫টি রাজনৈতিক দলের ৭টি এবং ২জন স্বতন্ত্র প্রার্থীর ২টি সহ মোট ৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে ৪টি এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ৫টি মনোনয়নপত্র জমা হয়। বিএনপিতে সদ্য যোগদানকৃত ড. রেদোয়ান আহমেদ বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ড. রেদোয়ান আহমেদ সহকারী রিটার্নিং অফিসার ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ে ২টি এবং রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ে আরও ১টি মনোনয়নপত্র জমা দেন। তিনি বিএনপি’র প্রার্থী হয়ে মোট ৩টি মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমার পর সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ বলেন, আমি বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বিএনপি’র রাজনীতি দিয়েই রাজনৈতিক জীবন শুরু করি। ১৯৭৯ সালে সর্ব প্রথম বিএনপি’র প্রার্থী হয়েই এ আসন থেকে নির্বাচিত হই। এছাড়া ১৯৮৮, ১৯৯১ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হই। পৃথক রাজনৈতিক দল গড়ার প্রয়াসে একটি রাজনৈতিক দল গঠন করলেও বেগম খালেদা জিয়ার ডাকে বিএনপি’র নেতৃত্বাধীন জোটের সাথে ও যুগপৎ আন্দোলন থেকেই স্বৈরাচার শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করি।

আবারও বিএনপি’তে যোগদান করে দলের মনোনয়ন নিয়ে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছি।  সেখানে আরো কে প্রার্থী হবেন বা কে নির্বাচন করবেন তাতে কোন সমস্যা দেখছি না।
এছাড়া এ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী মাও. মোশারফ হোসেন, খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী মাওলানা সোলাইমান খাঁন, ইসলামী

আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মুফতি এহতেশামুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী জয়নাল আবেদীন, স্বতন্ত্র প্রার্থী সালেহ সিদ্দিকী। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক। তিনি বলেন- মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে আমার কার্যালয়ে ৫টি ও জেলা প্রশাসক কার্যালয়ে ৪টি মনোনয়নপত্র জমা হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়