শিরোনাম
◈ এবার কারাগার থেকে প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা ◈ রাজপথের সংগ্রাম থেকে ঘরোয়া স্নেহ—ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন ছিলেন ◈ খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে আলোচিত ১০টি ঘটনা ◈ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ◈ গণতান্ত্রিক সংগ্রামে অনন্য অনুপ্রেরণা ছিলেন খালেদা জিয়া—ড. কামাল ◈ খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার ◈ ছাত্রদলকর্মীকে ডেকে নিয়ে হত্যা ◈ শোকবইয়ে স্বাক্ষর কূটনীতিক ও রাজনৈতিক নেতাদের, সবার আগে চীনের রাষ্ট্রদূত ◈ খালেদা জিয়ার আমলের অর্থনৈতিক সংস্কার: যেসব কারণে স্মরণীয় হয়ে থাকবেন তিনি ◈ দিল্লিতে দাঁড়িয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর মুখের ওপর যে জবাব দিয়েছিলেন খালেদা জিয়া

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫১ রাত
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটবল্টু চুরির জেরে গোমতী সেতুতে অস্বাভাবিক কম্পন, যান চলাচল বন্ধ: সওজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গোমতী নদীর ওপর অবস্থিত সেতুতে অস্বাভাবিক কম্পনের ফলে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে করে সেতু ওপর দিয়ে যান চলাচল বন্ধ ঘোষণা করে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)।

সর্বশেষ সওজের পক্ষ থেকে বলা হচ্ছে, গোমতী সেতুর গার্ডার ও অ্যাবাটমেন্টের মধ্যকার পট বেয়ারিং এর নাটবল্টু চুরির কারণে সেতু এবং সড়কের মধ্যকার ভারসাম্যহীনতার কারণে ভারী যান চলাচলে এটি অস্বাভাবিকভাবে কাঁপছিল। তাছাড়া ত্রুটি মেরামতে কাজ চলছে বলে সওজের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে যান চলাচল কবে থেকে স্বাভাবিক হবে তা নিশ্চিত করে জানায়নি সওজ।

যান চলাচল চালুর বিষয়ে সওজের পক্ষ থেকে বলা হয়েছে, সেতুর অন্যান্য ত্রুটিগুলো মেরামত করার জন্য আরও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এরপর সেতুতে যান চলাচল চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।  

খোঁজ নিয়ে জানা গেছে, সেতুতে কম্পন সৃষ্টি হওয়ায় ঝুঁকি এড়াতে সোমবার থেকে সেতুতে যান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। সেতুটির ত্রুটি বিচ্যুতি শনাক্তের জন্য বিশেষজ্ঞ প্রকৌশলী দল গঠন করে সওজ। সেই বিশেষজ্ঞ দলটি মঙ্গলবার সকালে সেতু পরীক্ষা নিরীক্ষা শেষে ত্রুটি শনাক্ত করেন এবং সেতুর মেরামত কার্যক্রম শুরু করেন।

প্রকৌশল দলের প্রধান ইঞ্জিনিয়ার সৌরব মজুমদার বলেন, আমরা সমস্যা শনাক্ত করতে পেরেছি। পট বেয়ারিংয়ের নাটবল্টু কোনো দুষ্কৃতকারী চুরির চেষ্টা করেছিল। তারা নাটবল্টু একপ্রান্তে কেটে ফেলার কারণে অপরপ্রান্তের সবগুলো ফেইল করে এবং সেতুর উচ্চতা বেড়ে যায়। যার কারণে, যানবাহন চলাচলে কম্পন সৃষ্টি হয়। আমরা এটি শনাক্ত করেছি এবং সেটা মেরামত করেছি। সেতুর অন্যান্য ত্রুটিগুলো মেরামত করার জন্য আরও সময় নিয়ে পরীক্ষা করবো। 

উল্লেখ্য, ১৯৯৫ সালে গোমতী ও মেঘনা নদীর উপর নির্মিত হয় সেতুটি। দুই লেনের এই সেতুতে রয়েছে মোট ১৭টি স্প্যান। প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ হাজার যানবাহন সেতুটির ওপর দিয়ে চলাচল করে। ভারী যান চলাচলে অস্বাভাবিক কম্পন সৃষ্টি হওয়ায় সোমবার সেতুতে যান চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়