ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ভৈরবে ২৪ কেজি গাঁজাসহ মো. নুরুল হুদা পাভেল (৩৪) নামে মাদক কারবারিকে আটক করেছে ভৈরব থানার পুলিশ।
রোববার সকাল ৮টায় এস আই নাজমুল আলম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অষ্টগ্রাম থানার খয়েরপুরের জাহিদুল ইসলামের ছেলে মো. নুরুল হুদা পাভেলের কাছ থেকে ১৪ কেজি ও সাইফুল ইসলাম নামে ব্যাগ রেখে পালিয়ে যাওয়া পলাতক আসামির কাছ থেকে ১০ কেজি মোট ২৪ কেজি গাঁজাসহ আটক করে। মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ তালিকামূলে হেফাজতে রাখা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: অনিক কর্মকার
প্রতিনিধি/এসএ