শিরোনাম
◈ সরকারের বেআইনি আদেশ পালনে র‌্যাব হত্যাযজ্ঞ ঘটিয়ে চলেছে: মির্জা ফখরুল ◈ দেড়মাস পরে করোনায় মৃত্যু ১, শনাক্ত ৬  ◈ যুদ্ধাপরাধীদের রাজনীতিতে পুনর্বাসিত করেছে স্বৈরশাসক জিয়াউর রহমান: ওবায়দুল কাদের  ◈ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি  ◈ নির্বাচনে সাংবাদিক-পর্যবেক্ষকদের বাধা দিলে ৭ বছরের জেল ◈ এক পরিবার থেকে ব্যাংকের পরিচালক হতে পারবেন না ৩ জনের বেশি ◈ কোনো র‌্যাব সদস্যের অবহেলা পেলে ব্যবস্থা নেওয়া হবে: মুখপাত্র ◈ বিএনপিকে আমন্ত্রণ জানানোতে সরকারের সংশ্লিষ্টতা নেই: সিইসি  ◈ নওগাঁয় র‌্যাবের হেফাজতে মৃত্যু: ময়নাতদন্তের প্রতিবেদন হাইকোর্টে ◈ সৌদিতে ওমরাহযাত্রীবাহী বাস দুর্ঘটনা, নিহত ২০

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৩:২৮ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৩:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে মুন্সি আজিম উদ্দিন আহমদ এঁর ম্যুরাল উন্মোচন 

মুন্সি আজিম উদ্দিন আহমদ এঁর ম্যুরাল

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী প্রয়াত মুন্সি আজিম উদ্দিন আহমদ এঁর ম্যুরাল উন্মোচন ও স্কুলের ১০৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (২৮শে জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে ম্যুরাল উন্মোচন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আজিম উদ্দিন এঁর নাত-বৌ মোছাম্মৎ জোবেদা খাতুন। পরে  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের সভাপতি এ্যাডভোকেট তারেক উদ্দিন আহমদ আবাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো. জিল্লুর রহমান।

এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা সহকারী প্রধান শিক্ষক মো. খায়রুল ইসলাম সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. আতাউর রহমান।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্বপন কুমার বর্মনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান মোছা. মাছুমা আক্তার, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি মো. আমিনুল ইসলাম আশফাক।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন বাচ্চু, নাজিম উদ্দিন গোলাপ,মো. ফুরকান উদ্দিন, মকবুল হোসেন, জীবন চন্দ্র দাস,সাবেক সিনিয়র শিক্ষক মো. রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক একে ফজলুল হক বক্তব্য রাখেন।

এ সময় বিদ্যালয় সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম, মো. সাইফুল ইসলাম প্রমুখ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

১৯১৬ সালের ২৮শে জানুয়ারি টিনের একটি ঘরে যাত্রা শুরু করেছিল আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়। আজিম উদ্দিন উচ্চ ইংরেজি বিদ্যালয় নামে প্রতিষ্ঠানটির গোড়াপত্তন করেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সাঁতারপুর এলাকার আইনজীবী ও শিক্ষানুরাগী প্রয়াত মুন্সী আজিমউদ্দিন আহমদ।

মাত্র ৬ বছর পর ১৯২২ সালে বিদ্যালয়ের ছাত্র রেবতী মোহন বর্মন অবিভক্ত বাংলায় এন্ট্রান্স পরীক্ষায় কলকাতা বোর্ডে সম্মিলিত মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করে বিদ্যালয়ের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করান ইতিহাসের পাতায়।

সুদীর্ঘ শতবছরের পথচলায় মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী প্রেসিডেন্ট শহীদ সৈয়দ নজরুল ইসলাম, উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিক রেবতী মোহন বর্মন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী ড. ওসমান গণি, বিশিষ্ট কৃষিবিদ ড. এম কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ড. ম আখতারুজ্জামান, নাট্যকার আব্দুল্লাহ আল মামুন, কৃতি ফুটবলার চুনিলাল গোস্বামী, কর্ণেল (অব.) ডা. মো. জেহাদ খান, শহীদ আতিকুর রহমান প্রমুখসহ বহু কৃতি ছাত্র দেশ-বিদেশে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

প্রতিনিধি/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়