শিরোনাম

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০১:৪৩ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ০১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাম বাড়েনি মানুষ বিক্রির বাজারে

শ্রমিক

তারেক হোসেন, মনোহরদী (নরসিংদী): মনোহরদী পৌর বাসট্যান্ডে প্রতিদিন ভোরে হাটের মতো দামাদামি করে বিক্রি হয় মানুষের শ্রম। টাকার বিনিময়ে এক দিনের শ্রম বিক্রি করতে সেখানে জড়ো হন শতাধিক মানুষ। নরসিংদী সহ আশপাশের জেলা কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, গাজীপুরসহ অন্যান্য জেলা থেকে আসা শ্রমিকরা কর্মের সন্ধানে জড়ো হতে থাকেন এই বাজারে। প্রতিদিন ৩৫০ থেকে ৫০০ শ্রমিক ভিড় করেন এই বাজারে।

শনিবার সকালে এ বাজারের একাধিক শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে এখন সব কিছুর দাম বাড়লেও শুধু বাড়েনি তাদের শ্রমের মূল্য, বরং কমেছে। বর্তমানে তারা দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যে সারা দিনের শ্রম বিক্রি করছেন। যা কয়েক মাস আগেও ছিলো ৬০০ থেকে ৭০০ টাকা।

একদিকে শ্রমের দাম কমে আসা, অন্যদিকে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। আবার বেকার লোকের সংখ্যা বেশি থাকায় প্রতিযোগীতা করে আরো কম দামেও বিক্রি করছেন নিজেদের শ্রম।

ময়মনসিংহের গফরগাঁও থেকে আসা শ্রমিক আবুল কালাম বলেন, আমার পাঁচজনের সংসার। এর মধ্যে তিন ছেলেমেয়ে স্কুলে পড়ে। এখন যে আয় হচ্ছে তাতে সংসারই চালাতে পারছি না। আমাদের কাজের নিশ্চয়তা এবং জীবনের নিরাপত্তা অনিশ্চিত। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়