শিরোনাম
◈ পাক ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর নীতি বহাল থাক‌বে, জানা‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ?

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২২, ০৮:০১ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২২, ০৮:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি খোকন, সম্পাদক মোস্তফা 

ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি খোকন, সম্পাদক মোস্তফা 

আব্দুল্লাহ আল আমীন: ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) কার্যকরি কমিটির নির্বাচনে সভাপতি পদে প্রবীন সাংবাদিক  আতাউল করিম খোকন এবং সাধারণ সম্পাদক হিসেবে মীর গোলাম মোস্তফা পুন:নির্বাচিত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ 

প্রেসক্লাব মিলনায়তনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার জগদীশ চন্দ্র সরকার। এর আগে সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন চলে।

নির্বাচনে ৬৭জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করে।এমইউজে’র কার্যকরি কমিটির নয়টি পদের মধ্যে সভাপতি পদে আতাউল 
করিম খোকন ৫৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুল হুদা মানিক পেয়েছেন ১১ ভোট।

এদিকে ৪০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মীর গোলাম মোস্তফা, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল হোসেন পেয়েছেন ২৬ ভোট। এছাড়াও সহ সভাপতি পদে 
জিয়াউদ্দিন আহমেদ ৫১ ভোট এবং সহ সাধারণ সম্পাদক পদে এমএ আজিজ এবং সুলতান মাহমুদ কনিক দুজনই সমান ৩৩ ভোট পেলে লটারীর মাধ্যমে সুলতান মাহমুদ কনিক জয়ী হন। 

এদিকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় কোষাধ্যক্ষ পদে জাহাঙ্গীর কবির জুয়েল, প্রচার সম্পাদক পদে ইলিয়াস আহমেদ, এবং কার্যকরী সদস্য পদে হারুনুর রশিদ, 
শরীফুজ্জামান টিটু ও বিপ্লব বসাককে নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচনে সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আবুল কাসেম ও শাহিদুল আলম খসরু। নির্বাচন পর্যবেক্ষণ করেন জেলা জনসংখ্যা ও 
পরিবার কল্যাণ কর্মকর্তা শহিদুল ইসলাম।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়