বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের তালিকায় শীর্ষে রয়েছে ইউরোপের সাতটি দেশ। ‘ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ’ প্রকাশিত এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইনডেক্স (ইপিআই)–এর পানির গুণমান সূচকে ১০০ স্কোর নিয়ে যৌথভাবে শীর্ষে আছে জার্মানি, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, গ্রিস, ইতালি, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য।
১৭২ দেশের তালিকায় বাংলাদেশের স্কোর ৩২.৬, যা দক্ষিণ এশিয়ায় মধ্যম অবস্থান। নেপালের স্কোর ৩৪.৭, শ্রীলঙ্কা ৫১.৪ এবং ভারতের ২৫.৫।
ইপিআই প্রতি ১ লাখ মানুষের মধ্যে অনিরাপদ পানীয় জলের সংস্পর্শে হারিয়ে যাওয়া জীবনবছর (ডিএএলওয়াই) হিসেব করে পানি বিশুদ্ধতা নির্ধারণ করে। স্কোর ১০০ মানে সর্বোচ্চ বিশুদ্ধতা, আর শূন্য স্কোর নির্দেশ করে সবচেয়ে দূষিত পানির দেশকে।
ইউরোপই শীর্ষে
ইউরোপীয় ইউনিয়নের কঠোর নির্দেশিকা এবং আধুনিক পানি পরিশোধন ব্যবস্থার কারণে তালিকার সেরা সাত দেশই ইউরোপের। জার্মানি নিয়মিত ৫০টির বেশি প্যারামিটারে পানি পরীক্ষা করে। ফিনল্যান্ডে ১ লাখ ৮০ হাজারের বেশি হ্রদ থাকায় ভূতলীয় পানির প্রাচুর্য রয়েছে। সুইজারল্যান্ডের পানির ৮০ শতাংশই আসে ভূগর্ভস্থ পরিষ্কার উৎস থেকে।
এশিয়ার অবস্থান
এশিয়ার মধ্যে সর্বোচ্চ স্কোর সিঙ্গাপুরের—৯৮.৭। দেশটি রিভার্স অসমোসিস, মাইক্রোফিল্ট্রেশন ও অতিবেগুনি নির্বীজনসহ আধুনিক প্রযুক্তিতে পানি পরিশোধন করে। এরপর রয়েছে ইসরায়েল, দক্ষিণ কোরিয়া ও ব্রুনেই। এ ছাড়া ভারত, নেপাল, ভুটান ও বাংলাদেশের স্কোর অপেক্ষাকৃত কম।
উত্তর আমেরিকা ও ওশেনিয়া
উত্তর আমেরিকায় কানাডা (৯৯.৭) এবং যুক্তরাষ্ট্র উচ্চমানের পানি সরবরাহে শীর্ষে রয়েছে। ওশেনিয়ার দেশ অস্ট্রেলিয়ার স্কোর ৯৯.২, যেখানে কঠোর জাতীয় নির্দেশিকা মেনে পানীয় জলের গুণগত মান নিশ্চিত করা হয়।
বিশ্বব্যাপী পানি বিশুদ্ধতায় বৈষম্য বাড়লেও, উন্নত প্রযুক্তি ও কঠোর প্রবিধানের দেশগুলোই এখনো নিরাপদ পানি সরবরাহে এগিয়ে রয়েছে।
সূত্র: জনকন্ঠ