শিরোনাম
◈ সুখবর পেলেন দ্বৈত নাগরিকত্ব জটিলতায় ২০ প্রার্থী, কোন দলের কত জন? ◈ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, আহত ৪ ◈ উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদ‌শে মুস্তাফিজ ◈ ভিডিও বার্তায় ‘হ্যাঁ’ ভোট চাইলেন প্রধান উপদেষ্টা, ব্যাখ্যা করলেন কারণ ◈ উড়‌তে থাকা বার্সেলোনা‌কে মা‌টি‌তে নামা‌লো রিয়াল সোসিয়েদাদ ◈ 'হ্যাঁ'র পক্ষে প্রচার চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে : আলী রীয়াজ ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় বৈঠকে এনসিপি নেতা নাহিদ ও আসিফ ◈ ‘হ্যাঁ’ ভোট দিতে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভিডিও-বার্তা দেবেন প্রধান উপদেষ্টা  ◈ সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় বড় পরিবর্তনের প্রস্তাব ◈ ঠিকানা খুঁজে না পাওয়ায় ফেরত এসেছে সাড়ে ৫ হাজার পোস্টাল ব্যালট

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ০৬:৪১ বিকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ০৬:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় দুই বিএনপির কর্মী গ্রেপ্তার

গ্রেপ্তার

মো. বশির উদ্দিন, ডেমরা (ঢাকা) : রাজধানীর ডেমরায় পুলিশের অভিযানে দুই বিএনপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। বুধবার রাতে (৩০ নভেম্বর) ধার্মিকপাড়া ও পাড়া ডগাইর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ডেমরার ধার্মিকপাড়া এলাকার মো. মজিবুর রহমান খাঁনের ছেলে মো. রাজিব খান (৩২) ও পাড়া ডগাইর চিশতিয়া রোড এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. নরুল আমিন পায়েল (৩৩)। গত ৩০ নভেম্বর রাত সাড়ে ১২ টার দিকে ডেমরা থানায় এজাহার নামীয় ২৯ জনসহ অজ্ঞাত ৪০ থেকে ৪৫ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা ১৪৩/ ১৪৪/ ১৪৭/ ১৪৮/ ৪৪৭/ ৩২৩/ ৩৭৯/৫০৬ পেনালকোডসহ বিস্ফোরক দ্রব্যাদি আইন, ১৯০৮ এর ৩/৪ ধারায় মামলা রুজু করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডেমরা থানা পুলিশ। ওই রাতে মামলাটি দায়ের ডিএসসিসির ৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের পদ প্রত্যাশী মো. সোহেল খাঁন।

ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, আওয়ামী লীগ নেতা সোহেল খাঁনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্র লীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা বাঁশেরপুল ডিএনডি খালের পুরাতন ব্রীজে অবস্থান করছিলেন।

এ সময় ৭০ থেকে ৭৫ জন বিএনপির নেতাকর্মীরা সারাদেশে গায়েবী মিথ্যা হামলা, মামলার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ লেখা ২ টি ব্যানারসহ একটি মিছিল সরকার বিরোধী স্লোগান দিয়ে ব্রীজ অতিক্রম করছিল। এ ঘটনায় হঠাৎ ওই মিছিলের ভেতর থেকে সরকার দলীয় নেতাকর্মীদের লক্ষ্য কেও ২ টি হাতবোমা বিস্ফোরণ করে।

প্রতিনিধি/জেএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়