শিরোনাম
◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ০৮:৪৬ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২২, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু কন্যাকে এক নজর দেখতে পেয়ে আমি এখন সম্পূর্ণ সুস্থ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা- এ্যাডভোকেট মঈন উদ্দিন মিয়াজী

মাহফুজুর রহমান, ঝিনাইদহ: জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠে নামছে আওয়ামী লীগ। তারই ধারাবাহিকতায় যশোরে আওয়ামী লীগের উদ্যোগে জনসভা আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) যশোর শহরের শামস-উল হুদা স্টেডিয়ামে জনসভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

যশোরের জেলা স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জনসভায় যোগ দেন সরকার দলীয় প্রধান। এসময় মহেশপুর-কোটচাঁদপুরের সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব এ্যাডভোকেট মঈন উদ্দিন মিয়াজীর সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন। তিনি নিজের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে দোয়া করতে বলেন। 

তিনি আরও বলেন, “বঙ্গবন্ধু কন্যাকে দেখতে পেয়ে আমার সকল শারীরিক অসুস্থতা ভারো হয়ে গেছে। আমি এখন সম্পূর্ণ সুস্থ।”  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় ব্যনারে ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর এটিই প্রথম জনসভা। তার আগমন ঘিরে গোটা যশোর জেলা এখন নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগের স্মরণকালে এটিই সবচেয়ে বৃহত্তম জনসমাবেশ হতে চলছে। বৃহত্তর যশোর জেলাসহ খুলনা বিভাগের ১০ জেলা থেকেও কয়েক লাখ নেতাকর্মী এ সমাবেশে যোগদান করবেন। জনসমাবেশ রূপ নেবে জনসমুদ্রে।

প্রতিনিধি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়