শিরোনাম
◈ ঢাকা মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত ◈ সংকট কাটিয়ে যেভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে এলেন তারেক রহমান ◈ লোভে রাজনৈতিক দলের অস্তিত্ব সংকটে: হাসনাত আবদুল্লাহ’র সমাবেশে হুঁশিয়ারি (ভিডিও) ◈ দেশকে আরও স্বনির্ভর করা সম্ভব: প্রধান উপদেষ্টা ◈ ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা, নাগরিক নজরদারি দণ্ডনীয়—নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ অনুমোদিত ◈ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ ◈ সরকারের অবস্থান স্পষ্ট, আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রেস সচিব (ভিডিও) ◈ চূড়ান্ত সিদ্ধান্ত রুমিন ফারহানার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিলেন মনোনয়ন ◈ হাইকোর্টের আদেশে ধাক্কা, আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না ◈ ভার‌তের বিহারে মুসলমান ফেরিওয়ালাকে যেভাবে 'গণপিটুনি' দিয়ে হত্যা করা হলো

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৮ বিকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীর মির্জাগঞ্জে কলেজ ছাত্র হত্যা ঘটনার ১২ ঘন্টার মধ্যে প্রধান আসামী ঢাকা থেকে আটক

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীর মির্জাগঞ্জে কলেজ ছাত্র সিয়াম হত্যার ঘটনায় মামলার প্রধান আসামী মোঃ রাইয়ান (২২) কে ঢাকার ধোলাইপাড় থেকে আটক করা হয়েছে। র‍্যার-৮ এর কমান্ডিং অফিসার কমান্ডার মোহাম্মদ শাহাদত হোসেন বুধবার বিকেলে পটুয়াখালী র‍্যাব ক্যাম্পে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় দ্বিতীয় অভিযুক্ত রাশেদকেও আটক করা হয়েছে। প্রেস ব্রিফিং এ র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ রাশেদসহ র‍্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শাহাদত হোসেন জানান,ঘটনার দিন মঙ্গলবার রাতেই ৩জনের নাম উল্লেখসহ ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের পিতা মোঃ বাছেদ তালুকদার (জুয়েল)। মামলা নং- ১১, তাং-২৪.১২.২০২৫ইং। 

আটক প্রধান আসামী মোঃ রাইয়ান (২২) মির্জাগঞ্জ উপজেলার উত্তর আমড়াগাছিয়া গ্রামের আঃ ছালাম মিয়ার পূত্র।

এ ঘটনায় আহত নিহত সিয়ামের খালাতো ভাই আবদুল্লাহ আল মাহমুদ (১৭) আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত মোঃ সিয়াম (১৮) পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া গ্রামের মোঃ জুয়েল তালুকদারের ছেলে ও ঢাকা ক্যান্টনমেন্টের শহীদ রমিজ উদ্দীন কলেজের একাদশ শ্রেনীর ছাত্র ছিলেন।

তিনি জানান, নিহত সিয়াম ও আহত মাহমুদ সম্পর্কে খালাতো ভাই। ঘটনার দিন (মঙ্গলবার, ২৩ ডিসেম্বর) পটুয়াখালীর মরিচবুনিয়া নানা বাড়ি থেকে মির্জাগঞ্জের খালার বাড়িতে বেড়াতে আসেন এবং ঐ দিন দুপুরের পরে দুই খালাতো ভাই সিয়াম ও মাহমুদ ঘুরতে বের হন। বেলা তিনটার দিকে উপজেলার  সুবিদখালী সরকারী কলেজের পিছনে একটি মাঠে বসে তারা গল্প করছিলেন, এ সময় অপরিচিত ৩/৪ জন যুবক এসে মাদক সেবনের অভিযোগ দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাদের কাছে টাকা দাবী করে। এ সময় সিয়ামের সাথে তাদের বাকবিতন্ডার এক পর্যায়ে তারা সিয়ামকে মারধর শুরু করলে সাথে থাকা খালাতো ভাই মাহমুদ তাদের বাঁধা দেন।  এ সময় সন্তাত্রাসীরা তাকেও মারধর করে আহত করে। সন্ত্রাসীদের মারধরে সিয়াম অজ্ঞান হয়ে পড়লে তারা সিয়াম ও মাহমুদকে মোটর সাইকেলে করে নিয়ে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়ে পালিয়ে যায়।

মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবদুর রহমান শামীম জানান, মঙ্গলবার বিকাল ৪টার দিকে সিয়াম ও মাহমুদকে হাসপাতালে নিয়ে এসে জরুরী বিভাগের সামনে রেখে দ্রæত স্থান ত্যাগ করে চলে যায় অজ্ঞাত ৪/৫জন লোক। হাসপাতালে আনার পূর্বেই সিয়ামের মৃত্যু হয়েছে। আহত আবদুল্লাহ আল মাহমুদ (১৭)এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরন করা হয়েছে।

র‍্যাব-৮ এর কমান্ডিং অফিসার জানান,আসামীরা বারবার তাদের অবস্থান পরিবর্তন করছিলো। গোয়েন্দা তথ্য,বিশেষ তথ্য প্রযুক্তি ও র‍্যাব ১০ এর সহয়তায় হত্যাকান্ডের ১২ ঘন্টার মধ্যে ঢাকার ধোলাইপাড় থেকে প্রধান আসামীসহ দুইজনকে আটক করে র‍্যাব-৮পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। আটককৃতদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আঃ সালাম জানান, মামলার এজাহারভুক্ত অন্য আসামীদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে মরদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়