শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০৪:০১ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ০৪:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্বধলায় দূর্গাপূজায় এখনও মোতায়েন হয়নি আনসার সদস্য

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) : পূর্বধলায় পূজামন্ডপ গুলোতে এখন কোন আনসার সদস্য মোতায়েন করা হয়নি। প্রতিটি মন্ডপে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আনসার সদস্যদের উপস্থিত থাকার কথা থাকলেও আনসার ভিডিপি অফিসে লোক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু জটিলতার কারণে আনসার মোতায়েন করা হয়নি।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বেশকিছু পূজামন্ডপে এখন পর্যন্ত কোনো আনসার সদস্যদের উপস্থিতি লক্ষ করা যায়নি।

মন্ডপগুলোতে ডিউটি করার জন্য শনিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার আনসার ভিডিপি অফিসে আনসার সদস্যদের সিসি ও পোশাক বিতরণ করা হচ্ছে।

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জিত কর বলেন, এ বছর উপজেলায় ১০টি ইউনিয়নের ৫২টি সার্বজনীন এবং ৭টি ব্যক্তি উদ্যোগে মোট ৫৯টি পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। এখন পর্যন্ত নিশ্চিত হয়নি আনসার মোতায়েন করা হয়নি।

উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মো. মোর্শেদ বলেন, আজকের মধ্যেই সমন্ত কিছু সমাধান হয়ে যাবে।উপজেলা আনসার ভিডিপি অফিসার মো. তোফাজ্জল হোসেন মন্ডল আনসার সদস্যদের সমস্যা বিষয়টি স্বীকার করে বলেন, জেলা কমান্ড্যান্ট উপস্থিত হয়ে বিষয়টি সমাধান করে নির্দেশনা দিয়ে গেছেন।

জেলা কমান্ড্যান্টর নির্দেশে তিনি পূজামন্ডপ পরিদর্শনে যাচ্ছেন। নেত্রকোনা জেলা কমান্ড্যান্ট মো. গোলাম মৌলাহ্ তুহিন বলেন, গতকাল রাতে পূর্বধলায় এসে আমি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।

পরবর্তীতে কোন সমস্যার সৃষ্টি হলে দ্রুত সমাধান করার জন্য উপজেলা আনসার ভিডিপি অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে। এএএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়