শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০৪:০১ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ০৪:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্বধলায় দূর্গাপূজায় এখনও মোতায়েন হয়নি আনসার সদস্য

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) : পূর্বধলায় পূজামন্ডপ গুলোতে এখন কোন আনসার সদস্য মোতায়েন করা হয়নি। প্রতিটি মন্ডপে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আনসার সদস্যদের উপস্থিত থাকার কথা থাকলেও আনসার ভিডিপি অফিসে লোক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু জটিলতার কারণে আনসার মোতায়েন করা হয়নি।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বেশকিছু পূজামন্ডপে এখন পর্যন্ত কোনো আনসার সদস্যদের উপস্থিতি লক্ষ করা যায়নি।

মন্ডপগুলোতে ডিউটি করার জন্য শনিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার আনসার ভিডিপি অফিসে আনসার সদস্যদের সিসি ও পোশাক বিতরণ করা হচ্ছে।

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জিত কর বলেন, এ বছর উপজেলায় ১০টি ইউনিয়নের ৫২টি সার্বজনীন এবং ৭টি ব্যক্তি উদ্যোগে মোট ৫৯টি পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। এখন পর্যন্ত নিশ্চিত হয়নি আনসার মোতায়েন করা হয়নি।

উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মো. মোর্শেদ বলেন, আজকের মধ্যেই সমন্ত কিছু সমাধান হয়ে যাবে।উপজেলা আনসার ভিডিপি অফিসার মো. তোফাজ্জল হোসেন মন্ডল আনসার সদস্যদের সমস্যা বিষয়টি স্বীকার করে বলেন, জেলা কমান্ড্যান্ট উপস্থিত হয়ে বিষয়টি সমাধান করে নির্দেশনা দিয়ে গেছেন।

জেলা কমান্ড্যান্টর নির্দেশে তিনি পূজামন্ডপ পরিদর্শনে যাচ্ছেন। নেত্রকোনা জেলা কমান্ড্যান্ট মো. গোলাম মৌলাহ্ তুহিন বলেন, গতকাল রাতে পূর্বধলায় এসে আমি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।

পরবর্তীতে কোন সমস্যার সৃষ্টি হলে দ্রুত সমাধান করার জন্য উপজেলা আনসার ভিডিপি অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে। এএএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়