শিরোনাম
◈ বাংলাদেশের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ইতালীয় কোম্পানি এমএসসির ◈ অ‌ক্টোব‌রে বাংলাদেশ সফরে ৩‌টি ক‌রে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ভুয়া ফুটবল দল সাজিয়ে জাপান-যাত্রা, ধরা পড়ে ফেরত পাঠিয়েছে ২২ জনকে! ◈ উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের বিনা খরচে জাপানে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ, সাথে আর্থিক সহায়তাও মিলবে ◈ সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ ◈ আঞ্চলিক হুমকি নিয়ে ভারতের সতর্কবার্তা: বাংলাদেশে মৌলবাদ, চীন সীমান্ত অচলাবস্থা ও পাকিস্তানের ভূমিকা ◈ ইরানে অনুপ্রবেশ করে নারী মোসাদের দুর্ধর্ষ অভিযান (ভিডিও) ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ০১:০৬ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছেলের দেওয়া লিভারে নতুন জীবনের স্বপ্ন দেখছে মা

ডা. মাসুদ

ডেস্ক রিপোর্ট: জন্মদাতা মায়ের লিভারে ধরা পড়েছে টিউমার। বাঁচাতে হলে প্রয়োজন নতুন লিভার বা কলিজা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও  টিমের সদ্যসরা জানান মাকে বাঁচাতে হলে ৩০ শতাংশ লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে।  চ্যানেল ২৪ অনলাইন

তাই নিজের কলিজা (লিভার) দিয়ে মা’কে সুস্থ করে তুলতে চাচ্ছেন নবীন চিকিৎসক ও কুমিল্লার  ময়নামতি মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. মাসুদ আলম। এজন্য ভারতের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছে ডা. মাসুদের মাকে।

ডা. মাসুদ বন্ধু আব্দুস সালাম শামীম জানান, অনেকদিন ধরে ডা. মাসুদ মা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিন মাস আগে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁর মাকে ভারতে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে লিভারে টিউমার ধরা পড়ে। টিউমারটি অনেক বড় হওয়ায় লিভারের অনেকটা অংশ কেটে ফেলতে হবে এবং পরবর্তীতে তাঁর মা বাঁচবে কিনা সন্দেহ। সেখানকার চিকিৎসকরা একজন ডোনারসহ যেতে বললেন। অনেক খোঁজাখুজি করে ডোনার পাওয়া সম্ভব হয়নি। তাই নিজের কলিজার (লিভার) ৩০ শতাংশ দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ডা. মাসুদ।

জানা যায়, পরিবারের অন্য সবার পরীক্ষা নিরীক্ষা হলে ছোটবোন, ছোটভাই ও ডা. মাসুদের সাথে সবকিছু মিলে যায়। ভাই-বোন দুজনের বয়স কম। এখনো সবকিছু বুঝার ক্ষমতা হয়ে উঠেনি। মাসুদ সিদ্ধান্ত নিল, ওর আম্মুকে বাচাঁতে হলে নিজেকেই কিছু একটা করতে হবে। মাসুদ সিদ্ধান্ত নিল, ওর কলিজা দিয়ে আম্মু বেঁচে থাকবে। এর থেকে ভালো কাজ জীবনে কি হয়? মাসুদের কলিজার ৩০ শতাংশ ওর আম্মুর জন্য ডোনেট করবেন।

ডা. মাসুদ আলম কুমিল্লা ময়নামতি মেডিকেলের ১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। গত ৪ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় পাস করে চিকিৎসক হয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়