আলামিন শিবলী : সিলেটে সবক’টি প্রবেশ পথ বন্ধ করে রেখেছে পরিবহন শ্রমিকরা। জানা গেছে, পরিবহন শ্রমিক নেতাদের মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সবগুলো প্রবেশ পথ বন্ধ করে রেখেছেন পরিবহন শ্রমিকরা। মূল সড়কগুলো অবরোধের ফলে এতে আটকা পড়েছে ঘর মুখোসহ নানা শ্রেণির মানুষ। ঢাকা পোস্ট
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিট থেকে সিলেটের বিভিন্ন পয়েন্ট অবরোধ করে রাখেন সিলেট পরিবহন শ্রমিকগণ। শহরের হুমায়ুন রশীদ চত্ত্বর, চন্ডিপুল, টিলাগড় পয়েন্ট, কীনব্রিজ, তেমখিসহ সবকটি পয়েন্টে শ্রমিকরা জড়ো হয়ে রাস্তা ব্যারিকেড দিয়ে রাখেন।
সিলেট বিভাগীয় সমাজ কল্যাণ সম্পাদক জুলহাস উদ্দিন বাদল জানান, নেতাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে আমরা রাজপথে কর্মবিরতি পালন করছি। যতক্ষণ না এই মামলা প্রত্যাহার হবে ততক্ষণ রাজপথে অবস্থান করবো আমরা।