শিরোনাম
◈ খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে একমাত্র বিএনপিই কাজ করে: তারেক রহমান ◈ নিরবতা ভাঙলো আইসিসি, বিশ্বকা‌পের জন‌্য অ্যাক্রেডিটেশন পাচ্ছে বাংলাদেশি সাংবাদিকরা ◈ টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ ◈ বেনাপোল বন্দরে ৩ মাস পর ৫১০ টন চাল আমদানি ◈ ৯০ দিন গাম্বিয়া ভ্রমণ করতে পারবেন ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা ◈ তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী (ভিডিও) ◈ অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি ◈ জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু ◈ নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার প্রমাণ দেবে: আইজিপি বাহরুল আলম ◈ দেশে ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে জি-টু-জি চুক্তি

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৭:০৬ বিকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লোকাল যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত সাতজন যাত্রী আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজার সংলগ্ন গ্রামীণফোন টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফরিদপুর থেকে ছেড়ে আসা আলফাডাঙ্গাগামী ‘এমডি বিল্লাল’ নামের লোকাল বাসটি সহস্রাইল বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে বাসটি সড়কের পাশে থাকা খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী ছিলেন। এতে বাসের ভেতরে থাকা অন্তত সাতজন যাত্রী বিভিন্নভাবে আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলেও তাৎক্ষণিকভাবে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

খবর পেয়ে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহায়তা করে। বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কহিনুর ইসলাম বলেন, “সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

দুর্ঘটনার কারণে ওই সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কিছু জানা যায়নি। স্থানীয়রা ধারণা করছেন, অতিরিক্ত গতি কিংবা রাস্তার পাশের কাঁচা অংশে চাকা পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারাতে পারে।

এ বিষয়ে বক্তব্য জানতে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়