কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজি চালিত অটোরিকশা উল্টে মো. আলী হোসেন (৪৭) নামে এক যাত্রী নিহত হয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার বাঁশখালী প্রধান সড়কের পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর পুরাতন ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেন বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের নাপোড়া এলাকার আমির হামজার পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম শহর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা চলার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে অটোরিকশার যাত্রী আলী হোসেন মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর সিএনজি চালক ঘটনাস্থল ত্যাগ করে বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
রামদাশহাট পুলিশ ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা তপন কুমার বাকচী বলেন, দুঘর্টনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং সুরতহাল সম্পন্ন করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে। দুর্ঘটনায় জড়িত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে।দুঘর্টনার পর ঘটনাস্থল ত্যাগ চালককে সনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান পুলিশ।