শিরোনাম
◈ দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর স্বপরিবারে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরলেন তারেক রহমান ◈ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে আজ: সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান ◈ আজ রাজধানীতে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা ◈ হাদি হত্যাকাণ্ডের পর নিরাপত্তা শঙ্কা: গুরুত্বপূর্ণ ১২৭ নেতা নিরাপত্তা ঝুঁকিতে ◈ ৩০০ ফিট ও কুড়িল এলাকায় জনসমাগম, প্রস্তুত ১৭ অ্যাম্বুলেন্স ◈ ১৭ বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তন: কনকনে শীত উপেক্ষা করে সূর্যোদয়ের আগেই পূর্বাচলে মানুষের ঢল (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের নতুন নির্দেশনা হাইকোর্টের ◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ ◈ হঠাৎ করে ওএমএসের চাল-আটা বিক্রি বন্ধ, বিপাকে দরিদ্র মানুষেরা

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৯ দুপুর
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন ও শিশু নিহতের ঘটনায় চারদিন পর মামলা

‎‎জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: ‎লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে বিএনপি নেতার ঘরের দরজায় তালা লাগিয়ে আগুন ও আগুনে পুড়ে ৭ বছরের শিশু কন্যা আয়েশা আক্তার নিহতের ঘটনার চারদিন পর থানায় মামলা হয়েছে।  

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নিহতের পিতা ও বিএনপি নেতা বেলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ। ‎বিএনপি নেতা বেলাল হোসেন সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।

‎জানা যায়, গত শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন চরমনসা এলাকায় নিজ ঘরে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত শিশু আয়েশা আক্তার অগ্নিদগ্ধ হয়ে মারা যান। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার দুই কন্যা। পরে স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিথী আক্তার ও স্মৃতি আক্তারকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়। তাদের অবস্থায় আশঙ্কাজনক। দুইজনের শরীরের বেশিরভাগ পুড়ে গেছে।

‎এদিকে ঘটনার চারদিনেও দোষীরা শনাক্ত কিংবা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপিসহ বিভিন্ন মহল।

‎লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘরে আগুন দেয়ার ঘটনায় নিহত আয়েশার বাবা বিএনপি নেতা বেলাল হোসেন মামলা করেছেন। ইতোমধ্যে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। এঘটনার প্রকৃত আসামিদের শনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে।

এদিকে এঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর সদর হাসপাতালে বেলাল হোসেনকে দেখতে ছুটে আসেন। এ সময় তারা তারেক রহমানের পক্ষে বেলাল হোসেনের হাতে ৪ লাখ টাকার তুলে দেন। পরে তারা বেলাল হোসেনের বাড়িতে যান এবং বেলালের স্ত্রীর সাথে কথা বলেন। এ সময় তাদের চিকিৎসার ও ঘর নির্মাণের সম্পূর্ণ ব্যবস্থার আশ্বাস দেন এ্যানি। পরিদর্শন কালে বিএনপি নেতারা বেলালের নিহত মেয়ে আয়েশা আক্তারের কবর যিয়ারত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়