হোসাইন মোহাম্মদ দিদার, (দাউদকান্দি) কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়নের কদলতুলি এলাকায় লাউচাষী খোকন মিয়ার লাউবাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা৷
সোমবার(২২ ডিসেম্বর) দিবাগত রাতে একদল দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ছে বলে জানা যায়৷
স্থানীয় সূত্রে জানা যায়, পরিশ্রম ও মেধা দিয়ে লাউ চাষে সফলতা অর্জন করেন খোকন মিয়া। তার সেই সফলতার গল্প সম্প্রতি স্থানীয় গণমাধ্যমকর্মীরা ফলাও করে দেশের শীর্ষস্থানীয় পত্রিকা ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশ করে। কিন্তু সেই সাফল্যই যেন কাল হয়ে দাঁড়ায় তার জীবনে।
তার অভিযোগ, পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা গভীর রাতে তার লাউবাগান কেটে নষ্ট করে দেয়। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। তিনি জানান, এটি প্রথম ঘটনা নয়—এর আগেও তার লাউবাগান কেটে দেওয়া হয়েছিল।
লাউচাষী খোকন মিয়া বলেন, “আমি পরিশ্রম করে লাউ চাষ করে সফল হয়েছি। কিন্তু কিছু মানুষ আমার এই সাফল্য সহ্য করতে না পেরে বারবার আমার ফসল নষ্ট করছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় তিন কানি জমির মধ্যে এক কানি অর্থাৎ ৩০ শতক জমির লাউ গাছ কেটে ফেলেছে দূর্বত্তরা। গত ১৫ বছর যাবৎ খোকন মিয়া মাছা পদ্ধতিতে লাউয়ের আবাদ করছেন। লাউ চাষ করেই তার পরিবার স্বাবলম্বী হয়েছে। আয়ের মাধ্যমে এমন আঘাতে অনেকটাই ভেঙে পড়েছেন এই কৃষক।তার লাউ চাষে সাফল্য এলাকার বেকারদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে দাড়িয়েছিল।
খোকন মিয়া জানান,আমি সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে লাউ চাষ করি। আমার বাগানে ১০ থেকে ১২ জন শ্রমিক কাজ করে। এতে শ্রমিকরাও সীমিত আকারে আয় করে সংসার চালান। আমার পরিবারকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও নি:স্বহ করতে তারা এমন ষড়যন্ত্র করেছে বলে তিনি কান্নায় ভেঙে পড়েন। আমি চাই, যারা রাতের আধাঁরে লাউ গাছ কেটেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
তিনি আরও বলেন,এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
স্থানীয় প্রতিবেশি মিনওয়ারা বেগম জানান,এমন ক্ষতিতে দিশেহারা হয়ে লাউচাষাী খোকন মিয়ার স্ত্রী আকলিমা আক্তার পাখি জানান৷
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রত্যাশা করছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।