রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: দিনব্যাপি নানান কর্মসূচি’র মাধ্যমে নীলফামারীর ডোমারে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ডিসেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে হৃদয়ে স্বাধীনতা চত্ত্বরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ তোপধ্বনি’র মাধ্যমে শুভ শুচনা করা হয়। মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে হৃদয়ে স্বাধীনতা স্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন। এরপর পুলিশ প্রশাসন,বীর মুক্তিযোদ্ধা,স্বাস্থ্য বিভাগ, বিভিন্ন সরকারি বে-সরকারি দপ্তর,রাজনৈতিক দল,ডোমার প্রেস ক্লাব,ডোমার রিপোর্টার্স ক্লাবসহ শিক্ষার্থীরা পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।শ্রদ্ধা অর্পণ শেষে ডোমার হাই স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,জাতীয় সংগীত পরিবেশন,কুচকাওয়াজ ডিসপ্লে প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা,প্রীতি ফুটবল ম্যাচ,দোয়া ও শিশুদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী,সহকারী কমিশনার(ভূমি) মুন্না রানী চন্দ,সহকারী পুলিশ সুপার(ডোমার সার্কেল) নিয়াজ মেহেদী, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. রায়হান বারী,ওসি মো. হাবিবুল্লাহ,উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আখতারুজ্জামান সুমন,প্রেস ক্লাব সভাপতি মো. মোজাফ্ফর আলী প্রমূখ উপস্থিত ছিলেন।