শিরোনাম
◈ নির্বাচন ঘনিয়ে আসছে, তফসিল ঘোষণার আগে দেশে রাজনৈতিক অস্থিরতা ◈ ব্যাংক খাতে কোটিপতি হিসাব বৃদ্ধি; তিন মাসে যুক্ত হলো আরও ৭৩৪টি হিসাব ◈ বাংলাদেশকে ২০২৯ পর্যন্ত যুক্তরাজ্যের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা অব্যাহত: ব্রিটিশ হাইকমিশনার ◈ নতুন এমপিও নীতিমালা প্রকাশ, এল বড় পরিবর্তন ◈ খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার প্রয়োজন নাও হতে পারে, জানিয়েছেন মেডিকেল বোর্ডের এক চিকিৎসক ◈ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে : প্রধান উপদেষ্টা ◈ ধর্ম অবমাননার অভিযোগের শিশির মনিরের বিরুদ্ধে মামলা ◈ সোমবার থেকে ভোজ্যতেলের নতুন দাম: লিটারে কত বাড়ল? ◈ একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি ◈ ভারতীয় সীমান্তে চীনা ‘গোয়েন্দা রোবট’ মোতায়েনের জল্পনা, ভাইরাল ভিডিওতে সতর্ক ভারত

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৩ বিকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীমঙ্গলে তীব্র শীতের প্রভাব: দুই দিন ধরে ১১ ডিগ্রি সেলসিয়াস, চা বাগান এলাকায় বিপর্যস্ত জনজীবন

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত দুই দিন ধরে তীব্র শীত বিরাজ করছে। রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টায় শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন শনিবারও একই ছিল। পাহাড়, হাওর ও চা-বাগানবেষ্টিত এলাকায় শীতের দাপট সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে, ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের সিনিয়র সহকারী আনিসুর রহমান জানান, “শ্রীমঙ্গলে টানা দুই দিন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল থেকে রোদ পাওয়ায় কিছুটা উষ্ণতা মিললেও শীতের দাপট কমছে না।”

শহর এলাকায় সন্ধ্যার পর শীত কিছুটা সহনীয় হলেও হাওর, পাহাড় ও বিশেষ করে চা-বাগান অঞ্চলে ঠান্ডা তীব্র আকার ধারণ করেছে।

এতে সবচেয়ে বেশি ভুগছেন দরিদ্র, শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। চা শ্রমিকদের অনেকেই পর্যাপ্ত গরম কাপড় না থাকায় কাজে যেতে ও দৈনন্দিন জীবনযাপনে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

লাখাইছড়া চা বাগানের বাসিন্দা তপন বৈদ্য বলেন, “চা বাগানের নারী-পুরুষ শ্রমিকরা শীত নিবারণের জন্য যথেষ্ট গরম কাপড় না থাকায় খুব কষ্টে দিন কাটাচ্ছেন। চা বাগানের মানুষের খবর কেউ নেয় না।”

ভাড়াউড়া চা বাগানের শ্রমিক দুলাল হাজরার ভাষায়, “বিকেলের পর চা বাগানে প্রচণ্ড শীত পড়ে। অনেকেই পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে রাত কাটাতে পারছেন না। এখনও পর্যন্ত কেউ কম্বল বা গরম কাপড় দেয়নি।”

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন জানান, বেসরকারি উদ্যোগে চা বাগান এলাকায় শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও পর্যায়ক্রমে কম্বল বিতরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়