রাঙ্গামাটিতে মাঝারি ধরণের ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানায়। এর স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড।
গভীর রাতে এই ভূমিকম্প অনুভূত হওয়ায় শহরের মানুষ হঠাৎ জেগে উঠে আজান দিতে শুরু করে এবং ভয়ে অনেকেই ঘর থেকে বের হয়ে পড়ে। ভূমিকম্পে এই পর্যন্ত কোন ধরণের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পের মাত্র ৪.৯ বলে জানায়। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে।
এদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের ফালামে। ভূমিকম্পটির উৎপত্তি ১০৬ দশমিক ৮ কিলোমিটার গভীরে হওয়ায় এটি ভূপৃষ্টে এসে দূর্বল হয়ে পড়ে।