হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দক্ষিণ আকনবাড়িয়া এলাকায় এক শিশুকে ধর্ষণের দায়ে মুরাদ খন্দকার (৪৩) নামে এক ব্যক্তির আমৃত্যু কারাদণ্ডে দন্ডিত হওয়ার আদেশ প্রদান করেছে আদালত। একই সাথে তাকে দুই লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ফরিদপুর শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইবুনালে বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভিন এই রায় দেন।
এ সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০১৯ সালের ১৫ মে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দক্ষিণ আকনবাড়িয়া এলাকায় বিকেলের বাড়ির বাইরে খেলা করছিল শিশুটি। এ সময় প্রতিবেশী মুরাদ খন্দকার বাদির ছোট মেয়েকে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে। পরবর্তীতে শিশুটির বোন তাকে আনতে গেলে এক পর্যায়ে আসামি মুরাদ বড় মেয়েটিকে ধর্ষণ করে। পরে মেয়েটি ধর্ষণের বিষয়টি তার মায়ের কাছে বলে। পরে দিন এ ঘটনায় শিশুটির বাবা ভাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।
রায়ের বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন জানান, ভাঙ্গায় এক শিশুকে ধর্ষণের অপরাধে এক আসামিকে আমৃত্যুদণ্ডে দণ্ডিত করার আদেশ দেন। একই সাথে তাকে দুই লক্ষ টাকা অর্থদন্ডে দণ্ডিত করা হয়।
তিনি বলেন, আদালতে আমরা সর্বোচ্চ বিচার পেয়েছি, এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ খুশি হয়েছি বলে তিনি জানান।