শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর ◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ নো হাংকি পাংকি’? এটা কি রাজনৈতিক ভাষা হতে পারে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০৬:৪৫ বিকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদনগরে মাছ চুরির অপরাধে গাছের সঙ্গে বেঁধে দুই যুবককে মারধর, দুই গ্রাম্য বিচারক গ্রেফতার

এন এ মুরাদ, মুরাদনগর: কুমিল্লার মুরাদনগরে মাছ চুরির অপরাধে দুই দরিদ্র যুবককে গাছের সঙ্গে বেঁধে অমানসিক নির্যাতন করার অভিযোগে কথিত দুই গ্রাম্য বিচারককে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলে পাঠায় পুলিশ। 
এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসি জানায়, মুরাদনগরের পাহাড়পুর গ্রামের দরিদ্র  সামু সেন ও আরমান মিয়া নামের দুই যুবক বৃহস্পতিবার গ্রামের আবদুস সালাম মিয়ার পুকুর থেকে কিছু মাছ ধরে বাড়ি নিয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে সালাম মিয়া স্থানীয় গ্রাম্য মাতব্বর আবদুল হাকিম ও ইকরামুল হকের কাছে এ বিষয়ে প্রতিকার চেয়ে বিচারপ্রার্থী হয়। পরে ওই দুই গ্রাম্য মাতব্বর বৃহস্পতিবার দুপুরে মাছ চুরি করা সামু সেন ও আরমান মিয়াকে ধরে এনে একটি গাছের সঙ্গে বেঁধে বিচারের নামে প্রকাশ্যে শত শত মানুষের সামনে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে অমানসিক নির্যাতন চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, গাছে বাধা অবস্থায় মধ্য যুগীয় কায়দায় প্রচন্ড মারধর করে দুই যুবককে রক্তাক্ত করা হয়।

খবর পেয়ে পুলিশ ওই দুই যুবককে উদ্ধার করে এবং গ্রাম্য দুই মাতব্বরকে গ্রেপ্তার করে। পাহাড়পুর ইউপির চেয়ারম্যান আবদুস সামাদ মাঝি জানান, ঘটনার পর গ্রামের সবাই বলাবলি করছে, এরকম নির্দয় ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। তাই এদের কঠোর বিচার হওয়া উচিৎ।'

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন,' 'গতকাল বৃহস্পতিবারই অভিযুক্ত দুই গ্রাম্য মাতব্বরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় মারধরের শিকার সামু সেনের স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়