ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে চাঞ্চল্যকর ব্যবসায়ী বরুণ কুমার ঘোষ হত্যা মামলার মূল আসামি তন্ময় ঘোষকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে আত্মসর্মপণ করেন তিনি। পরে আদালত তার জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তন্ময় ঘোষ ঝিনাইদহ শহরের হামদহ ঘোষ পাড়া এলাকার মৃত তিমির কুমার ঘোষের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ কোর্ট পুলিশের পরিদর্শক মো. মোক্তার হোসেন।
জানা গেছে, ২০২৪ সালের ৯ জানুয়ারি সন্ধ্যার দিকে শহরের হামদহ ঘোষপাড়া থেকে বাইপাস মোড় এলাকায় যাচ্ছিলেন ব্যবসায়ী বরুণ কুমার ঘোষ। সে সময় ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত তার ওপর হামলা করে এলোপাতাড়ি কুপিয়ে এক হাত ও দুই পা বিচ্ছিন্ন করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে আসামি তন্ময় ঘোষ আত্মগোপনে চলে যায়। নিহতরে ভাই অরুণ কুমার ঘোষ বলেন, ‘আমার ভাইয়ের হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করছি।’