শিরোনাম
◈ শ্রম আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন ◈ আমিরাতে আটক বাংলাদেশিদের মুক্তির অনুরোধে চিঠি পাঠাবেন ড. ইউনূস ◈ যেসব এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ডিসেম্বরে ঢাকা আসছেন ◈ ডিসেম্বরে এক দিন নিলেই টানা ৪ দিন ছুটি, নভেম্বরে কত দিন? ◈ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৮০৩ ◈ ইভিএম বাতিল, প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক ◈ সালমান শাহ হত্যা মামলা, আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ গাজীপুরে কিশোরী ধর্ষণ: প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শায়খ আহমাদুল্লাহর, প্রেমের সম্পর্ক দেখিয়ে ঘটনা হালকা করার অভিযোগ ◈ ‘নীরব কিন্তু উদাসীন নয়’: কেন ভারতের জেন-জি তরুণরা রাস্তায় নামছে না

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ০১:৫৬ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্ধুত্বের টানে যুক্তরাষ্ট্র থেকে নাটোরে মার্কিন নাগরিক তেরি পারসন (ভিডিও)

সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা বন্ধুত্বের টানে সুদূর যুক্তরাষ্ট্র থেকে নাটোরে এক রাজমিস্ত্রীর বাড়িতে ছুটে এসেছেন মার্কিন নাগরিক তেরি পারসন। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ব্যবসায়ী তেরি পারসন বর্তমানে নাটোরের গুরুদাসপুর উপজেলার চর বালশা গ্রামের তার বন্ধু সেতু মোল্লার বাড়িতে অবস্থান করছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তেরি পারসন। বিমানবন্দর থেকেই পেশায় ভ্যানচালক ও রাজমিস্ত্রী বন্ধু সেতু মোল্লা তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। প্রায় ২৫ দিন আগে সেতু মোল্লার একটি ফেসবুক ভিডিওতে লাইক দেওয়া থেকেই তাদের কথোপকথন ও বন্ধুত্বের শুরু। মার্কিন বন্ধুর এই আগমনে অনলাইন সম্পর্ক এবার বাস্তব রূপ নিয়েছে।

সেতু মোল্লা জানান, তিনি কাজের ফাঁকে ফেসবুক ভিডিও তৈরি করেন। তার একটি ভিডিও দেখে আমেরিকার তেরি পারসন তার সঙ্গে যোগাযোগ করেন। প্রায় ২০-২৫ দিনের কথোপকথনে তাদের মধ্যে 'ভাইয়ের' মতো একটি সম্পর্ক তৈরি হয়। এরপর সেতু মোল্লার আমন্ত্রণে মঙ্গলবার তিনি বাংলাদেশে আসেন।

বন্ধুর সঙ্গে দেখা করতে ১৫ দিনের ছুটি নিয়ে বাংলাদেশে এসেছেন তেরি পারসন। তিনি সঙ্গে এনেছেন দুই ভরি স্বর্ণের চেইন, শিশুদের জন্য খেলনা ও নানা উপহার। গ্রামের মানুষ ও শিশুদের সঙ্গে ইতোমধ্যে তার বেশ সখ্যতা গড়ে উঠেছে। এখানকার স্থানীয় খাবার, বিশেষ করে মুরগির মাংস ও চা তার খুব পছন্দ হয়েছে। সেতু মোল্লা তার ব্যাটারিচালিত অটোরিকশায় করে বিদেশি বন্ধুকে গ্রাম ঘুরিয়ে দেখাচ্ছেন।

তেরি পারসন বাংলাদেশের মানুষের সরলতা ও অতিথিপরায়ণতায় মুগ্ধ। তিনি বলেন, "বাংলাদেশে এসে বুঝেছি, সরল মানুষ কতটা হৃদয়বান হতে পারে। এখানকার মানুষ যেমন- অতিথিপরায়ণ, তেমনি আন্তরিক। আমেরিকায় জীবন বিলাসী ও ব্যয়বহুল। কিন্তু এখানে মানুষ খুব সাধারণভাবে বাঁচে, আর সেটাই অসাধারণ।" তিনি জানান, তিনি আবারও ৬ মাস পর বাংলাদেশে আসবেন এবং বন্ধুদেরও দেশটি ঘুরে দেখতে বলবেন। তার মতে, "বাংলাদেশ সত্যিই চমৎকার দেশ।"

আরও ১১ দিন বাংলাদেশে থাকবেন তেরি পারসন। এই সময়ে তিনি গ্রামীণ জীবনধারা ও এখানকার মানুষের সহজ-সরল জীবনযাপন কাছ থেকে উপভোগ করতে চান। খুবজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম এই ঘটনাকে দুই দেশের মানুষের হৃদয়ের বন্ধনের এক সুন্দর দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়