শিরোনাম
◈ ট‌রে‌ন্টো‌তে হোঁচট খে‌লো মেসির ইন্টার মায়া‌মি ◈ ব্রিটিশ মেয়রের বিরুদ্ধে বাংলাদেশি আত্মীয়-স্বজনের জন্য ‘ভিসা জালিয়াতির’ অভিযোগ ◈ বাংলাদেশের বিদেশি ঋণ গ্রহণে সর্বোচ্চ সীমা নির্ধারণ করল আইএমএফ ◈ বেনজীরের অর্থপাচার মামলায় মার্কিন নাগরিক এনায়েত ৪ দিনের রিমান্ডে ◈ প্রকাশ্যে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, বললেন দেশ ছেড়ে পালাব না ◈ ডাকসু নির্বাচনে ব্যালট ছাপানো নিয়ে বিতর্ক, যা বললেন উপাচার্য ◈ জনসভায় মৃত্যুর রোল, অবশেষে মুখ খুললেন থালাপতি বিজয় ◈ সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছি: সিইসি ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, করা হলো সতর্ক ◈ ড. ইউনুসের কথা শুনে মনে হয়েছিলো, আমি জিয়াউর রহমানের কথা শুনাছিলাম: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৩ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফকিরহাটে সরকারি পুকুর দখলমুক্তের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন  

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়নের তৈয়ব আলী বটতলা এলাকায় সরকারি খাস সম্পত্তি কাগতির পুকুর দখলমুক্তের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত এ মানববন্ধনে বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেন।

স্থানীয়রা জানান, সিডিএসপি প্রকল্পের আওতাভুক্ত এ পুকুরটি বহুদিন ধরে গ্রামবাসী গোসল ও রান্নার কাজে ব্যবহার করে আসছেন। কিন্তু সম্প্রতি এলাকার বক্কার মোড়ল ও ইউনুস শেখ সরকারি ওই পুকুর দখল করে মাছ চাষ শুরু করেছেন। এমনকি কেউ পুকুরে গোসল বা পানি নিতে গেলে বাধা দিচ্ছেন বলেও অভিযোগ ওঠে।

মানববন্ধনে অংশ নিয়ে প্রবীণ বাসিন্দা আব্দুল গণি (৬০) বলেন, আমার জন্মের পর থেকেই আমরা এই পুকুরে গোসল ও রান্নার পানি ব্যবহার করছি। কিন্তু হঠাৎ করে ভূমিদস্যুরা দখল করে নিয়েছে। আমরা এদের হাত থেকে মুক্তি চাই।”স্থানীয় শিক্ষক মো.শহিদুল্লাহ বলেন, “সরকারি সম্পত্তি সবার জন্য উন্মুক্ত। অথচ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নিজেদের স্বার্থে সাধারণ মানুষকে বঞ্চিত করছে। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।

মানববন্ধনে অংশ নেওয়া শিরিনা বেগম বলেন, আমি পানি আনতে গেলে বক্কার মোড়ল ও ইউনুস শেখ বাধা দিয়েছে। আমরা চাই পুকুরটি আগের মতো সবার জন্য উন্মুক্ত হোক।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করে সাধারণ মানুষকে ব্যবহার থেকে বঞ্চিত করা একধরনের ভূমিদস্যুতা। তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপের জোর দাবি জানান।এলাকাবাসীর একটাই আকুতি যে পুকুরের জলে আমাদের প্রজন্ম বেড়ে উঠেছে, সেই পুকুর যেন আবার সবার জন্য ফিরে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়