মো:আদনান হোসেন, ধামরাই ঢাকা: ঢাকার ধামরাইয়ে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক আনসার সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত আনসার সদস্যের নাম মোঃ শাকিল হোসেন (২২)। তিনি ফরহাদ হোসেনের পুত্র এবং ধামরাই উপজেলার বাইশা কান্দা ইউনিয়নের দক্ষিণ খাগাইল গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় নিহতের মামা মোঃ সোহরাব হোসেন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে ধামরাই থানায় একটি হত্যামামলা দায়ের করেন।
স্থানীয়সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে আনুমানিক ৯টা ১৫ মিনিটে শাকিল শিবনাথ কুটির পূজা মণ্ডপে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে সিংশ্রী বাজার এলাকায় পৌঁছালে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়। স্থানীয় ভ্যানচালক মোঃ আফাজ উদ্দিন বিষয়টি পরিবারকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শাকিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান,পরবর্তীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় শনিবার ১২.৩০মিনিটে তিনি মারা যান।
পুলিশ সুএে যানাযায়,এজাহার নামীয় ৩ জনকে গ্রেফতার করা হয়,গ্রেপ্তারকৃতরা হলেন ৫নংআসামি মোঃ খাদেম আলী (৫৫), ৬নং আসামি মোঃ মিজানুর রহমান (৫৫) এবং ১০নং আসামি মোঃ মিয়াজ উদ্দিন (৪০)। জমি-সংক্রান্ত পুর্ব শত্রুতার জেরে পরিকল্পিত ভাবেই তারা এ হত্যাকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগে করা হয়।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর মামলা নেওয়া হয়েছে, তিন জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”