শিরোনাম
◈ ট‌রে‌ন্টো‌তে হোঁচট খে‌লো মেসির ইন্টার মায়া‌মি ◈ ব্রিটিশ মেয়রের বিরুদ্ধে বাংলাদেশি আত্মীয়-স্বজনের জন্য ‘ভিসা জালিয়াতির’ অভিযোগ ◈ বাংলাদেশের বিদেশি ঋণ গ্রহণে সর্বোচ্চ সীমা নির্ধারণ করল আইএমএফ ◈ বেনজীরের অর্থপাচার মামলায় মার্কিন নাগরিক এনায়েত ৪ দিনের রিমান্ডে ◈ প্রকাশ্যে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, বললেন দেশ ছেড়ে পালাব না ◈ ডাকসু নির্বাচনে ব্যালট ছাপানো নিয়ে বিতর্ক, যা বললেন উপাচার্য ◈ জনসভায় মৃত্যুর রোল, অবশেষে মুখ খুললেন থালাপতি বিজয় ◈ সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছি: সিইসি ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, করা হলো সতর্ক ◈ ড. ইউনুসের কথা শুনে মনে হয়েছিলো, আমি জিয়াউর রহমানের কথা শুনাছিলাম: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫২ বিকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শার্শায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আইরিন হক, বেনাপোল: শার্শার রামপুর প্রাইমারি স্কুল মাঠে আজ অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। ফাইনালে মুখোমুখি হয় নাভারণ ফুটবল একাদশ ও জামতলা ফুটবল একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় জামতলা ফুটবল একাদশ ৪–৩ গোলে নাভারণকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলাটি উপভোগ করতে মাঠে হাজারো দর্শকের ঢল নামে। দীর্ঘদিন পর এ ধরনের খেলাধুলার আয়োজন হওয়ায় স্থানীয় মানুষদের মধ্যে ছিলো ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস।

ফুটবল খেলার  আয়োজক ছিলেন,শার্শা উপজেলা শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম সহিদ।
আমন্ত্রীত অতিথীরা স্বাগত বক্তব্যে বলেন, এই ধরনের খেলাধুলার আয়োজন তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ফাইনাল খেলায়  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ খাইরুজ্জামান মধু, সভাপতি মোঃ আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম বাবু,  সহ সভাপতি আমিনুর রহমান নেদা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুস আলি বিশ্বাস, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদুল ইসলাম সহিদ, উলশি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক রুহুল আমিন। উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক,ছাত্রদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন সহ জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়