বরিশালে গৃহবধূকে (২৬) তুলে নিয়ে পরিত্যক্ত ঘরে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফয়সাল বেপারী (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়। ওইদিন দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে দলবদ্ধ ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ।
গ্রেফতার ফয়সাল বেপারী ওই গ্রামের আলী হোসেন বেপারীর ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার পরিদর্শক তদন্ত সুশংকর মল্লিক।
তিনি জানান, দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি ফয়সাল বেপারীকে শনিবার সকালে উপজেলার ফুল্লশ্রী এলাকার বাইপাস সড়কের চৌরাস্তা থেকে গ্রেফতার করা হয়। ওইদিন দুপুরে গ্রেফতার যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এজাহারে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর বিকেলে ওই গৃহবধূ উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামের খালার বাড়িতে বেড়াতে যান। ওইদিন দিবাগত রাত ১টার দিকে প্রকৃতির ডাকে সারা দিতে গৃহবধূ ঘর থেকে বের হন।
এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা তিন যুবক ওই গৃহবধূর মুখ চেপে তুলি নিয়ে পাশের একটি পরিত্যক্ত ঘরে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে যান। পরবর্তীতে গৃহবধূর চিৎকারে ঘরে থাকা লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে ওই গ্রামের দুলাল সরদারের ছেলে নাবিল সরদার (২০), মো. আলী হোসেন বেপারীর ছেলে ফয়সাল বেপারী (২৬) ও অজ্ঞতনামা আরেক যুবককে আসামি করে ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে আগৈলঝাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।