মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে শফিকুল ইসলাম রবু (৬৭) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুরের দোহাইলা বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মারা যাওয়া শফিকুল ওই গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে।
গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, শুক্রবার বিকালে বিলে মাছ ধরতে যান শফিকুল ইসলাম। কিন্তু অনেক রাত হয়ে গেলেও তিনি আর বাড়ি ফিরেন নি। রাতেই তার সন্তানরা বিলে খোঁজাখুজি করে ব্যর্থ হয়। পরে সকালে আবারও বিলে জাল ফেলে খোঁজখুজি শুরু করলে শফিকুলের মরদেহ পাওয়া যায়।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে রাতে শারীরিক অসুস্থতার কারণে পানিতে পড়ে মারা গেছেন তিনি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।