শিরোনাম
◈ ট‌রে‌ন্টো‌তে হোঁচট খে‌লো মেসির ইন্টার মায়া‌মি ◈ ব্রিটিশ মেয়রের বিরুদ্ধে বাংলাদেশি আত্মীয়-স্বজনের জন্য ‘ভিসা জালিয়াতির’ অভিযোগ ◈ বাংলাদেশের বিদেশি ঋণ গ্রহণে সর্বোচ্চ সীমা নির্ধারণ করল আইএমএফ ◈ বেনজীরের অর্থপাচার মামলায় মার্কিন নাগরিক এনায়েত ৪ দিনের রিমান্ডে ◈ প্রকাশ্যে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, বললেন দেশ ছেড়ে পালাব না ◈ ডাকসু নির্বাচনে ব্যালট ছাপানো নিয়ে বিতর্ক, যা বললেন উপাচার্য ◈ জনসভায় মৃত্যুর রোল, অবশেষে মুখ খুললেন থালাপতি বিজয় ◈ সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছি: সিইসি ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, করা হলো সতর্ক ◈ ড. ইউনুসের কথা শুনে মনে হয়েছিলো, আমি জিয়াউর রহমানের কথা শুনাছিলাম: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩৭ বিকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচিত সরকার ছাড়া জনগণের সমস্যা সমাধান করা সম্ভব নয়: এ্যানি

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, এক বছর হয়ে গেছে, কোন সরকার নেই কিন্তু, আছে অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হল একদিকে বিচার করা, আরেকদিকে সংস্কার করে নির্বাচনটাকে নিয়ে আসা। যে নির্বাচনের মাধ্যমে আপনাদের প্রতিনিধি যিনি আপনাদের রাস্তা, এলাকার উন্নয়ন, স্কুল-কলেজ-মাদ্রাসা ও সমাজের বিচার আচার সবকিছুকে সমন্বয় করে একটি স্বাভাবিক জীবন যাপনের ব্যবস্থা করবেন। সেই সরকারের অপেক্ষায় আমরা আছি। নির্বাচিত সরকার ছাড়া কোনভাবেই জনগণের সমস্যা সমাধান করা সম্ভব নয়। 
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নে মহিলা দল আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদে নির্বাচিত প্রতিনিধি নেই, দেশে নির্বাচিত সরকার নেই। যার কারণে গত এক বছর কিছুটা হলেও আগের ১৭ বছরের রেশ আমরা টানছি। ব্যাংকে যান, বিচারলয়ে যান, সামাজিক উন্নয়নের কাজে যান, স্কুল-কলেজ সবকিছুতেই অচল অবস্থা। ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ হয়ে গেছে, স্থবির হয়ে রয়েছে। পারিবারিকভাবে সবাই একটা কষ্টের মধ্যে এখনো আছে। এই কষ্ট, এই দূর্ভোগ থেকে বের হয়ে আসতে একটি নির্বাচিত সরকার লাগবে। 

এ্যানি চৌধুরী বলেন, আমরা বিএনপি নির্বাচিত হয়ে ২০০১ ও ১৯৯১ এ ছিলাম। স্বাধীনতার পরে জিয়াউর রহমান গ্রামেগঞ্জে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সঙ্গে সম্পর্ক করে এই দলটি সৃষ্টি করেছেন। বেগম খালেদা জিয়া এখনো পর্যন্ত এই দলটা ধরে রেখেছেন। তারেক রহমান অত্যাচারিত হয়েও লন্ডনে থেকে আমাদের সাথে কথাবার্তা বলে আপনাদের পাশে থেকে কাজ করার জন্য নির্দেশ দিয়ে এখন পর্যন্ত নেতৃত্ব দিচ্ছেন এই দলের।

তিনি বলেন, একটা নির্বাচন যদি হয় আমার দৃঢ় বিশ্বাস আপনাদের ভোটের মাধ্যমে জনগণের সরকার হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। ক্ষমতায় আসার জন্য আপনাদের যে ভোট, এই ভোট আপনাদের আমানত, দীর্ঘদিন ভোট দিতে পারেননি। আপনারা তারেক রহমান, খালেদা জিয়া ও ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার অনুরোধ করছি। 

তিনি আরও বলেন, আমি ২০০১ ও ২০০৮ এ আপনাদের নির্বাচিত প্রতিনিধি হয়ে কি কি কাজগুলো করেছি আপনারা দেখেছেন। আমার বিশ্বাস যদি নির্বাচনটা হতো- ২০১৪, ২০১৮ ও ২০২৪ এ আপনারা ভোট দিয়ে ধানের শীষকেই নির্বাচিত করতেন। ফেব্রুয়ারি মাসে নির্বাচন, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের দলের সরকার, উন্নয়নের সরকার, আপনাদের পাশে যে থাকবে বিএনপির সরকার, ধানের শীষের সরকার, তাদেরকে আপনারা নির্বাচিত করে আনার জন্য এখন থেকে ঘরে ঘরে কাজ করবেন। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, চন্দগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া ও জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার প্রমুখ। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়