শিরোনাম
◈ ট‌রে‌ন্টো‌তে হোঁচট খে‌লো মেসির ইন্টার মায়া‌মি ◈ ব্রিটিশ মেয়রের বিরুদ্ধে বাংলাদেশি আত্মীয়-স্বজনের জন্য ‘ভিসা জালিয়াতির’ অভিযোগ ◈ বাংলাদেশের বিদেশি ঋণ গ্রহণে সর্বোচ্চ সীমা নির্ধারণ করল আইএমএফ ◈ বেনজীরের অর্থপাচার মামলায় মার্কিন নাগরিক এনায়েত ৪ দিনের রিমান্ডে ◈ প্রকাশ্যে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, বললেন দেশ ছেড়ে পালাব না ◈ ডাকসু নির্বাচনে ব্যালট ছাপানো নিয়ে বিতর্ক, যা বললেন উপাচার্য ◈ জনসভায় মৃত্যুর রোল, অবশেষে মুখ খুললেন থালাপতি বিজয় ◈ সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছি: সিইসি ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, করা হলো সতর্ক ◈ ড. ইউনুসের কথা শুনে মনে হয়েছিলো, আমি জিয়াউর রহমানের কথা শুনাছিলাম: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০৩ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী নি‌খোঁজ

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতি‌নি‌ধি: বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির (ইশরাক, জিনান, কৃদুশিক, মাহাতাব, আল জাওহারি, আকতার) ৬ জন শিক্ষার্থী শুক্রবার বিকা‌লে (২৬সে‌প্টেম্বর) খেলতে যাবে বলে বাসা থেকে বের হয় এখনো পর্যন্ত বাসায় ফিরেনি মর্মে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক ও অভিভাবক সূত্রে জানা যায়।

বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ জানান, শুক্রবার বিকা‌লে বাসা থে‌কে স্কুল মা‌ঠে খেলার নাম ক‌রে বের হয় ব‌লে অ‌ভিভাব‌কেরা তা‌কে জানান। এরপর সে বি‌ভিন্ন স্থা‌নে সহ সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে বিষয়‌টি ছ‌ড়ি‌য়ে দি‌য়ে নি‌খোঁজ শি‌ক্ষার্থী‌দের খুঁ‌জে পে‌তে সক‌লের সহ‌যো‌গিতা কামনা ক‌রেন।

বাঁশখালী উপজেলা প্রশাসন, বাঁশখালী থানা ও গ্রাম পুলিশের মাধ্যমে বাঁশখালী উপজেলার সম্ভাব্য স্থানসমূহে খোঁজ করা হচ্ছে।
বাঁশখালী উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ জাম‌শেদুল আলম শুক্রবার রাতে সা‌ড়ে ১১টার সময় সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে জানান,নি‌খোঁজ শি‌ক্ষার্থী‌দের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায় শিক্ষার্থীরা বাহারছড়া বীচের দিকে গিয়েছিল। সংশ্লিষ্ট এলাকায় খোঁজ করা হচ্ছে। কারো কাছে কোন তথ্য থাকলে শেয়ার করার অনুরোধ করছি। প্রশাসন ও পুলিশের পক্ষ হতে ইকো পার্ক, বীচ, চা বাগানসহ বিভিন্ন স্থানে অনুসন্ধান করা হচ্ছে।

শুক্রবার রাত ১২টায় এ রি‌পোর্ট লেখা পর্যন্ত নি‌খোঁজ শি‌ক্ষার্থী‌দের কোন সন্ধান পাওয়া যায়‌নি ব‌লে অ‌ভিভাবক‌ সুত্রে জানা যায় ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়