ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলা থেকে আবারও দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে নতুন করে বিরোধ দেখা দেওয়ায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিকেরা—জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান (রতন)।
জানা গেছে, একতা ট্রান্সপোর্ট ও লোকাল বাস ছাড়া অন্য সব দূরপাল্লার পরিবহন বন্ধ রয়েছে। এর আগে চলতি মাসেই বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে চালক, তাঁদের সহকারী ও সুপারভাইজাররা দুই দফা বাস বন্ধ করেছিলেন।
মালিকপক্ষের দাবি, শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি করা হলেও তাঁরা আবারও নতুন দাবি তুলছেন। শ্রমিকেরা বাস যত্রতত্র থামিয়ে যাত্রী তুলতে চাইছেন এবং খোরাকি ভাতা চাইছেন। এতে ব্যবসায় ক্ষতি হবে উল্লেখ করে মালিকেরা বলেন, এভাবে বাস চালানো সম্ভব নয়।
বজলুর রহমান জানান, গত মঙ্গলবার ঢাকায় শ্রমিকদের সঙ্গে বৈঠক হয়েছিল। সেখানে শ্রমিক ফেডারেশন ও মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। আলোচনায় সমঝোতার পর বাস চলাচল শুরু হয়। কিন্তু নতুন বিরোধের জেরে আবার বাস বন্ধ করতে হয়েছে।
এর আগে ৭ সেপ্টেম্বর রাত থেকে তিন জেলার বাস শ্রমিকেরা কর্মবিরতি শুরু করলে দুই দিন পরিবহন বন্ধ ছিল। মালিকদের আশ্বাসে ৯ সেপ্টেম্বর বাস চলাচল স্বাভাবিক হলেও ২২ সেপ্টেম্বর থেকে আবারও শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন।
তৃতীয় দফায় আবার বাস বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারসহ দূরের গন্তব্যগামী যাত্রীরা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন।