মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর টানা ৮দিন আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন দিয়ে যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
আজ ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম বন্ধ থাকবে বলে বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর পানামা- সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী শনিবার থেকে আগামী বৃহস্পতিবার ভারতীয় রপ্তানিকারকরা কোনো পণ্য পাঠাবে না। ফলে ৬দিন এবং সপ্তাহিক ছুটিসহ মোট ৮দিন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে আগামী ৪ অক্টোবর রবিবার থেকে বন্দরে আমদানি—রপ্তানি পুনরায় কার্যক্রম চালু হবে।
এ বিষয়ে সোনামসজিদ ইমিগ্রেশনের পরিদর্শক জামিরুল ইসলাম বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত প্রতিদিনের মতোই স্বাভাবিক থাকবে।