প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভিমরুলের কামড়ে শচীন ওঝা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার ( ২৬ সেপ্টেম্বর) কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লখন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। শচীন ওঝা লখন্ডা গ্রামের গয়ালী ওঝার ছেলে।
শচীন ওঝার ছেলে সুমন ওঝা বলেন, আজ সকালে বাড়ির পাশের কলাবাগান থেকে আমার পিতা শচীন ওঝা কলা কাটতে গিয়েছিল। গাছ থেকে কলা কাটার সময় ভিমরুল এসে তার শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয়। ভিমরুলের কামড়ে আমার পিতা অসুস্থ হয়ে পড়লে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তিনি মারা যান।