মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সোনামজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৬০ টন টমেটো আমদানি করা হয়েছে। রবিবার দুইটি ট্রাকে এই টমেটোগুলো সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আনা হয়।এ নিয়ে এ বছরের জুলাই ও সেপ্টেম্বর মাসে মোট ১৭৪ মেট্রিক টন টমেটো আমদানি করা হয়েছে।
বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান জানান, রবিবার দুইটি ট্রাকে ৬০ মেট্রিক টন টমেটো আমদানি হয়েছে। এসব টমেটো আমদানি করেছেন জয়নাল আবেদিন নামে এক আমদানিকারক। টমেটোর গাড়ি লোড-আনলোড চলছে। দ্রুত দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে যাবে।
এদিকে সোনামসজিদ উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ বলেন, প্রায় দুই বছর পর আবারও সোনামজিদ স্থলবন্দর দিয়ে টমেটো আমদানি হয়েছে শুরু হয়েছে। চলতি বছরের জুলাই মাসে ৫৮.৭ মেট্রিক টন ও সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত ৫৬ মেট্রিক টন টমেটো আমদানি করা হয়েছে। সবমিলিয়ে টমেটো আমদানির পরিমাণ ১১৪.৭ মেট্রিক টন।