শিরোনাম
◈ টেকনাফের গহীন পাহাড়ে মানবপাচার চক্রের ঘাঁটিতে অভিযান, ৮৪ জন উদ্ধার ◈ ফিলিস্তিনকে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া আর কানাডার স্বীকৃতি দেওয়ার অর্থ কী? ◈ লাগাম টানা হলো পুলিশের গ্রেপ্তারি ক্ষমতায়, ১২৭ বছরের পুরোনো ফৌজদারি কার্যবিধিতে বড় পরিবর্তন (ভিডিও) ◈ রাজনৈতিক দলের ৬ নেতাসহ ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা ◈ এ‌শিয়া কা‌পে সুপার ফোরেও ভারতের কাছে দিশাহারা পাকিস্তান, হার‌লো ৬ উই‌কে‌টে ◈ ফিলিস্তিনকে যুক্তরাজ্য-কানাডা-অস্ট্রেলিয়ার স্বীকৃতি, যা বললেন নেতানিয়াহু ◈ ফেসবুক নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিলো ঢাকা কলেজ ◈ পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি ◈ দুই সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদে নিয়োগ ◈ শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পের সেমিফাইনা‌লে বাংলাদেশ 

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২০ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলাগাছ ভেলার বাইচ প্রতিযোগীতায় কুড়িগ্রামে গরিবের বন্ধু ভেলার বিজয়

রেজাউল করিম, কুড়িগ্রামঃ ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতায় হাত ধরে কুড়িগ্রাম সদর উপজেলায় এ অনুষ্ঠিত গেলো নৌকা বাইচের আদলে কলাগাছের ভেলার বাইচ প্রতিযোগীতা। এ খেলা দেখতে ভীড় জমিয়েছেন বিভিন্ন বয়সী হাজার হাজার মানুষ।

২১ সেপ্টেম্বর'২৫ রোববার বিকেলে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড় ছড়ায় ভিন্নধর্মী কলা গাছের ভেলা বাইচ প্রতিযোগীতার আয়োজন করে পার্শ্ববর্তী গ্রামের লোকজন।

১৭ সেপ্টেম্বর'২৫ শুরু হওয়া প্রতিযোগীতায় অংশ নেয় ভোগডাঙ্গাসহ পার্শ্ববর্তী ইউনিয়নের ১৮টি দল। একটি ভেলায় প্রতিদলে প্রতিযোগীর সংখ্যা ৪ থেকে ৫ জন। ৪ দিনের খেলা শেষে ৫ম দিন রোববার বিকালে ফাইনাল খেলার অংশ নেয় গরীবের বন্ধু, দশের দোয়া, বটতলী এক্সপ্রেসসহ ৫টি ভেলার দল। ফাইনালে দশের দোয়া দলকে হারিয়ে বিজয়ী হয় গরীবের বন্ধু ভেলা দল।

খেলার আয়োজক কমিটি জানায়, প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দুইটি খাসি, দ্বিতীয় পুরস্কার একটি খাসি ও তৃতীয় পুরস্কার একটি রাজহাঁস বিজয়ীদের হাতে তুলে দেয়া হয়।

ফাইনাল খেলা দেখতে আসা দর্শকরা জানান, নৌকা বাইচসহ জীবনে অনেক খেলা দেখলেও এই প্রথম কলাগাছের ভেলা প্রতিযোগীতা দেখে অভিভুত আমরা সকলেই অভিভূত।

খেলা দেখতে আসা সাজু মিয়া বলেন, এরই মধ্যে প্রায় হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে গ্রামীণ জনপদের হাডুডু, গরুর মই দৌড়সহ অনেক ঐতিহ্যবাহী খেলা। এই সময়ে নৌকা বাইচের মতোই কলাগাছের ভেলা প্রতিযোগীতা দেখতে পেয়ে খুব আনন্দ লাগছে।

সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান সাঈদুর রহমান বলেন, আমিও খেলাটি দেখতে এসে অবাক হয়েছি। কেননা হাজার হাজার মানুষ ব্যপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে আনন্দ উল্লাসের সাথে কলা গাছের ভেলার খেলাটি উপভোগ করলো। গ্রামাঞ্চলের মানুষের বিনোদনে এমন ব্যতিক্রমী খেলা আরও বেশি বেশি আয়োজন করা প্রয়োজন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়